Sheikh Hasina: সৌদি আরব থেকে শেখ হাসিনাকে হত্যার হুমকি, ধৃত দুই বাংলাদেশি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

Advertisements

রবিবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দুই অভিযুক্তের নাম– দীন ইসলাম বাদল ও কবির হোসেন।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল প্রেরণকারী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisements

তিনি বলেন, সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে ইমেইল বার্তা প্রেরণকারীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং হুমকি বার্তা প্রেরণকারী ব্যক্তির নাম নাম দীন ইসলাম বাদল বলে নিশ্চিত হয়। হুমকি বার্তা প্রদানকারীর ইন্টারনেট(IP)অ্যাকটিভিটি পর্যালোচনা করে তার অবস্থান সৌদি আরবে বলে তদন্তে নিশ্চিত হয় তদন্ত টিম। দীর্ঘ প্রক্রিয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত শেষে অবশেষে ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দীন ইসলামকে তার সহযোগী কবির হোসেনসহ আটক করে বাংলাদেশে প্রেরণ করলে তাদের হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৭ এপ্রিল বিকেলে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইলে একটি মেইল পাঠানো হয়। যেখানে লেখা ছিল, আগামী ২৭ এপ্রিল ভোর ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যা করা হবে। একইসাথে পুলিশের এই হামলা ঠেকানোর সাধ্য নেই বলেও উল্লেখ করা হয় ওই ইমেইলে।