পরমাণু প্রকল্পে ‘কাটমানি’ নিয়ে অভিযুক্ত হাসিনার বোনঝি ব্রিটিশ মন্ত্রী টিউলিপের জেরা

চরম অস্বস্তিতে ব্রিটেনের লেবার পার্টির সরকার। এই সরকারের হেভিওয়েট মন্ত্রী (Tulip Siddiq)টিউলিপ সিদ্দিক কাটমানি খাওয়ায় অভিযুক্ত হয়ে জেরার মুখে পড়েছেন। তিনি শেখ হাসিনার বোনঝি। টিউলিপের…

tulip siddiq bribery allegations

চরম অস্বস্তিতে ব্রিটেনের লেবার পার্টির সরকার। এই সরকারের হেভিওয়েট মন্ত্রী (Tulip Siddiq)টিউলিপ সিদ্দিক কাটমানি খাওয়ায় অভিযুক্ত হয়ে জেরার মুখে পড়েছেন। তিনি শেখ হাসিনার বোনঝি। টিউলিপের মা শেখ রেহানা হলেন শেখ হাসিনার (Sheikh Hasina) ছোট বোন। হাসিনা ও রেহানা দুজনেই গত ৫ আগস্ট থেকে ভারতে আছেন। ওই দিন গণবিক্ষোভে বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। (tulip siddiq bribery allegations)

৪০০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ tulip siddiq bribery allegations

বিবিসি জানাচ্ছে, বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন এমন অভিযোগে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিমের কর্মকর্তা রবিবার তাকে জিজ্ঞাসাবাদ করেন।

   

বাংলাদেশে বহুল আলোচিত রূপপুর পারমাণবিক কেন্দ্র। রাজশাহী বিভাগের পাবনা জেলায় অবস্থিত এই পরমাণু প্রকল্পটি। বিবিসি জানিয়েছে, এই প্রকল্প নির্মাণে প্রায় ৪০০ কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। টিউলিপ সিদ্দিকসহ তার পরিবারের মোট পাঁচজন সদস্য এতে জড়িত বলে অভিযোগ।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ tulip siddiq bribery allegations

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পৌত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টির সরকারের ইকনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া।

বিবিসি’র খবর, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল।

টিউলিপ সিদ্দিকের নিজের মাসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন (দুদক) কমিশন ব্যাপক তদন্ত শুরু করেছে, এর আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক। তবে তিনি যেহেতু ব্রিটিশ নাগরিক তাই তার দেশ ব্রিটেনে চলছে তদন্ত।

এক নজরে বাংলাদশের একমাত্র রূপপুর পরমাণু কেন্দ্র

(১) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৪ সালে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছিল।এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন-এর সহযোগিতায় নির্মিত হয়।

(২) ১৯৬১ সালে পাকিস্তান আমলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৬৯ সালে ২০০ মেগা-ওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়।

(৩) ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়।  

(৪) ২০১০ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয় বাংলাদেশে।  ২০১১ সালে বাংলাদেশ এবং রাশিয়া যৌথ উদ্যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত করে।

(৫) ২০১৩ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায় কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 Bangladesh: British Labour Party minister Tulip Siddiq, niece of Sheikh Hasina, faces bribery allegations. Accused of embezzling £400 million from Bangladesh’s nuclear power project, she was questioned by the Cabinet Office’s Propriety and Ethics team on Sunday.