Bangladesh: ভোট মিটতেই গরুর মাংসের দামে আগুন,বাংলাদেশে হাহাকার

নির্বাচন শেষ। এবার বাজারে চাল, সবজি এমনকি গরুর মাংসের দামে আগুন। হাহাকার করছেন আম বাংলাদেশিরা। মাছের বাজারেও দাম বাড়ছে। আপাতত ডিমে খানিক স্বস্তি। তবে ডিমের…

Bangladesh: ভোট মিটতেই গরুর মাংসের দামে আগুন,বাংলাদেশে হাহাকার

নির্বাচন শেষ। এবার বাজারে চাল, সবজি এমনকি গরুর মাংসের দামে আগুন। হাহাকার করছেন আম বাংলাদেশিরা। মাছের বাজারেও দাম বাড়ছে। আপাতত ডিমে খানিক স্বস্তি। তবে ডিমের দাম ফের নাগালের বাইরে যেতে পারে এমনই আশঙ্কা। ১২তম বাংলাদেশ (Bangladesh) জাতীয় নির্বাচন শেষ হয়েছে ৭ জানুয়ারি। আর ৮ তারিখ থেকে বাজারের দাম চড়তে শুরু করেছে।

বাংলাদেশের রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজারে গরুর মাংসের দাম গিয়ে ঠেকেছে কেজিতে ৭০০ টাকা। এই দাম আরও বাড়তে চলেছে বলে আশঙ্কা। বাড়ছে চালের দাম। গরুর মাংস বিক্রেতারা বলছেন, দাম বেড়ে যাওয়ায় ক্রেতা কমছে। মাংস ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তে একলাফে কেজি প্রতি ৫০টাকা দাম বেড়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ক্রেতারা মাংস কিনতে এসে হায়হায় করে বাড়িমুখো হচ্ছেন। এই সুযোগে দাম বাড়ছে মুরগি, খাসি, হাঁসের মাংসের।

   

অভিযোগ, দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা কোনও লিখিত নির্দেশ পাননি। তারা একযোগে দাম বাড়িয়েছেন। তবে তাদের দাবি, এই পরিস্থিতি দিনকয়েক চলতে পারে। ক্রেতাদের সংখ্যা কমতে থাকলে গরুর মাংসের বিক্রিও কমবে। তখন দাম কমবে।

সবজি ও মাছের বাজারের বিক্রেতারা বলছেন, ভোটের সময় টানা হরতাল, অবরোধের জেরে বাজারে সব পণ্যের যোগান কমেছে। ফলে দাম বেড়েছে। তারা বলছেন, পরিস্থিতি কিছুদিনের মধ্যে স্বাভাবিক হবে। তখন দাম কমবে। সাধারণ ক্রেতারা মনে করছেন, লাগামছাড়া দাম বৃদ্ধি রুখতে সরকার আগের মতো ভূমিকা নিক।

Advertisements