ISKCON: বাংলাদেশে নতুন স্লোগান ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’

Bangladesh ISKCON Chattogram

বিতর্কিত বাংলাদেশি ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে তার নিজের দেশের (Bangladesh) জাতীয় পতাকার অবমাননা করা ও প্রকাশ্য সমাবেশে উস্কানি ভাষণ দেওয়ার অভিযোগে মামলা চলছে।  রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ চট্টগ্রামের জেলে বন্দি।  তাকে ইসকন (ISKCON) থেকে বহিষ্কৃত করা হয়েছে, তার কোনও কর্মকাণ্ডের দায় নেওয়া হবে না বলে ধর্মীয় সংগঠনটির বাংলাদেশ শাখা জানিয়েছে।

চিন্ময়কৃষ্ণর মামলা চলাকালীন চট্টগ্রাম জেলা কোর্টে হামলা ও সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুন করা হয়। এর জেরে বাংলাদেশ গরম। একাধিক ধৃত। প্রতিবাদে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্য। বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবেশ থেকে  বিক্ষোভকারীদের স্নোগান ভিডিও ভাইরাল। এতে শোনা যাচ্ছে, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’। নতুন এই স্লোগানে আরও বিড়ম্বিত ইসকন বাংলাদেশ শাখা।

   

ইসকন নিষিদ্ধ করার মামলা সরকারপক্ষের আইনজীবী  হাইকোর্টে জানান, এ বিষয়য়ে সরকার সিদ্ধান্ত নেবে। আদালত সম্মতি দেয়। আর ইসকন বিবৃতিতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে ওঠা দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগগুলো ভিত্তিহীন। তবে চিন্ময়কৃষ্ণর দায় ঝেড়ে ফেলেছে ইসকন।

ইসকন বিরোধী জমায়েতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা বলেছেন, ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’। বিক্ষোভকারীদের অভিযোগ,  সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে খুন করেছে ইসকনের জঙ্গিরা। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং ইসকনের বিরুদ্ধে লেখালেখি করতেন। যে কারণে তাকে খুন হতে হয়েছে। এই হত্যায় জড়িত ইসকনের হামলাকারীদের বিচার চাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন