নির্বাচনের আগেই পদ্মায় নৌকাডুবি, ভারত থেকে দেখলেন অসহায় হাসিনা

আগামী জাতীয় নির্বাচনে আর ভোটে নামতেই পারবে না বাংলাদেশে (Bangladesh) গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। পাকিস্তান কেটে রক্তাক্ত সংঘরের মধ্যে দিয়ে দেশটি তৈরিতে প্রধান ভূমিকা রাখা…

নির্বাচনের আগেই পদ্মায় নৌকাডুবি, ভারত থেকে দেখলেন অসহায় হাসিনা

আগামী জাতীয় নির্বাচনে আর ভোটে নামতেই পারবে না বাংলাদেশে (Bangladesh) গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। পাকিস্তান কেটে রক্তাক্ত সংঘরের মধ্যে দিয়ে দেশটি তৈরিতে প্রধান ভূমিকা রাখা দলটির (Awami league) নিবন্ধন বাতিল আগেই হয়েছে। এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হলো দলটির প্রতীক চিহ্ন নৌকা। আওয়ামী লীগ নেত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা গতবছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত।

বিগত তিন দফা নির্বাচনে পরপর ক্ষমতা ধরে রেখেছিল আওয়ামী লীগ। ব্যাপক রিগিং ও ভোট জালিয়াতির অভিযোগে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলো বিশ্ব জুড়ে বারবার সমালোচিত হয়েছিল। তবে গতবছর গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে পদ্মার জলে।

   

বাংলাদেশের অন্যতম সংবাদপত্র ‘সমকাল’ জানাচ্ছে, বুধবার ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, ‘‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’’ তিনি লিখেছেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?’ এর পরই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে মুছে গেল নৌকা প্রতীক।

Advertisements

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গত ১২ মে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছ্।