Sheikh Hasina: গুলি করে হাসিনাকে খুনের চেষ্টা করা হয়েছিল, ইউনূস আমলে আসামীরা খালাস!

১৯৯৪ সালে বাংলাদেশের (Bangladesh) বিরোধী নেতা ছিলেন শেখ হাসিনা। ওই বছর ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ নিতে গিয়ে তিনি (Sheikh Hasina) আক্রান্ত হনু।  ট্রেনে ঈশ্বরদী…

Bangladesh PM Sheikh Hasina

১৯৯৪ সালে বাংলাদেশের (Bangladesh) বিরোধী নেতা ছিলেন শেখ হাসিনা। ওই বছর ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ নিতে গিয়ে তিনি (Sheikh Hasina) আক্রান্ত হনু।  ট্রেনে ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়। পরে হাসিনার টানা শাসনে সেই মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিতদের ছেড়ে দেওয়া হলো

এ়ই মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এরইমধ্যে এ মামলার পাঁচ আসামি মৃত।

   

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে হাসিনা হত্যা চেষ্টা মামলায় দণ্ডিতদের খালাস করা হয়। সবাই বিএনপি দলের কর্মী সমর্থক।

অভিযোগ, শেখ হাসিনার শাসনে অন্যতম বিরোধী দল বিএনপির কর্মীদের মিথ্যে অভিযোগে বন্দি করা হয়েছিল। বিএনপি শাসনে শেখ হাসিনার উপর দুবার হামলা হয়েছিল। দুটি হামলাতেই তিনি বেঁচে গেছিলেন। পরে তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই দুটি হত্যা চেষ্টার মামলায় বিএনপির নেতাদের অভিযুক্ত করেছিল। গত বছর গণবিক্ষোভে শেখ হাসিনার টানা পনের বছরের শাসন শেষ হয়। হাসিনা ভারতে আশ্রিত।

হাসিনার পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান। তার শাসনে ছাড়া পাচ্ছে হাসিনা জমানায় বন্দিরা।

The accused in the case of the attempted assassination of Sheikh Hasina were acquitted under Yunus’ rule