গত ১৬ জানুয়ারি রাতে এক বিপজ্জনক ঘটনার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) । রাত আনুমানিক ২টার দিকে এক অজ্ঞাত সইফকে ছুরি দিয়ে আক্রমণ করে। সাইফ গুরুতরভাবে আহত হন,দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital)নিয়ে যাওয়া হয়। তবে এখন সাইফ বিপদমুক্ত এবং সুস্থ হচ্ছেন। বর্তমানে সইফ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন ।
তবে সইফের উপর হামলা নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। নানা প্রশ্ন উঠছে এই হামলা নিয়ে। আক্রমণকারী কে? তিনি কীভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন? আক্রমণের উদ্দেশ্য কী ছিল? অভিনেতার বাসভবনে ঠিক কী ঘটেছিল? এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশী লেখিকা, তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
লেখিকার (Taslima Nasrin) এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ‘সাইফ আলী খানের কোনও গল্পই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।’ তার শেয়ার করা পোস্ট থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি এই ঘটনার তথ্যে বিশ্বাস করছেন না। লেখিকার লেখা কথা অনুযায়ী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি এবং পুলিশের গ্রেপ্তার করা ব্যক্তি দুজন একই মানুষ নন। তিনি লিখেছেন, ‘যে লোকটাকে ধরা হয়েছে, আর যে লোকটাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে , তারা এক লোক বলে মনে হচ্ছে না। বিখ্যাত এবং ধনাঢ্য মানুষদের বিল্ডিং-এ কোনও সিকিউরিটি গার্ড নেই, বিশ্বাস করা যায় না।’
তসলিমা (Taslima Nasrin) আরও লিখেছেন, ”সবচেয়ে বেশি অবিশ্বাস্য, সইফকে ছুরিকাঘাত করার পর বিল্ডিং থেকে নির্বিঘ্নে চোর বাবাজি বেরিয়ে গেল। হেঁটে ১১ তলার সিঁড়ি পার হল, গেট পার হল। না দারোয়ান, না সইফের বাড়ির কোনও কাজের লোক, কেউ এসে তাকে আটকাল না। সইফকে হাসপাতালের পথে সঙ্গ দিতে হল সাত বছর বয়সী তৈমুরকে। তাও আবার অটোয়। করিনা অথবা কোনও আত্মীয় বা প্রতিবেশী কেউ গাড়ি চালিয়ে নিয়ে গেল না হাসপাতালে, বিশ্বাসযোগ্য নয়। সইফের মেরুদন্ডের খুব কাছে নাকি আড়াই ইঞ্চি গভীর পর্যন্ত ঢুকে গিয়েছিল ছুরি।
অস্ত্রোপাচার হয়েছে দীর্ঘ ছঘণ্টা, স্পাইনাল ফ্লুইড বেরিয়ে গিয়েছিল, আইসিইউতেও ছিলেন। যদিও চারদিন পর সইফকে দেখে মনে হয়নি তাঁর আদৌ কিছু হয়েছে।’ তিনি পরিশেষে লেখেন, ‘খুব অদ্ভুত লাগছে যে সইফ আলি খান জানিয়ে দিচ্ছেন না কী ঘটেছিল সে রাতে, যাকে গ্রেফতার করা হয়েছে, সে অপরাধী কি না। তিনিই জানেন কী উদ্দেশ্য ছিল চোরের, শুধুই চুরি করা নাকি অন্য কিছু।’
অভিনয় থেকে অবসর নিতে চলেছেন ‘শ্রীবল্লি’? কারণ জানালেন নিজেই
লেখিকার (Taslima Nasrin) এই পোস্টে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, ‘ঘটনাটি এতোটা ঘোলাটে নয় যতটা ঘোলাটে করা হচ্ছে। খুব সম্ভব সাইফ আলীর কাছের কেউ তাকে ছুরিকাহত করেছে। খুব কাছের কেউ।’
অন্য একজন ব্যক্তি লেখিকাকে প্রশ্ন করে লেখেন, ‘কেন নিজের ক্ষতি করছেন তসলিমা?’ অনেকে অনেক মজাদার মন্তব্যও করেছেন। যেমন একজন ব্যক্তি লিখেছেন, ‘আজকাল তো এনার সিনেমা নেই, কেউ ডাকেও না। অন্তত এসবের চক্করে একটু হলেও খবরে আসার সুযোগ হল।’ অন্যজন লেখেন, ‘বাংলাদেশের হিরো আলমের বাড়িতেও সিকিউরিটি গার্ড আছে। আর বলিউডের সাইফ আলীর বাড়িতে সিকিউরিটি গার্ড ছিল না,বা নেই(হাসির ইমোজি)।’
মহাকুম্ভে মালা বিক্রি করে ১০ দিনে ১০ কোটি রুপি আয় করলেন মোনালিসা? জানুন সত্যিটা
আরেকজন সাইফ ও কারিনার একটি ফটোর সঙ্গে কমেন্টে লেখেন, ‘সম্ভবত রেজার ব্যবহার করতে গিয়ে কেটে গেছিল । না মানে এই ছবিটা দেখে মনে হলো আরকি(ইমোজি)।’ তবে এই পোস্টে বেশিরভাগ মানুষই লেখিকাকে সমর্থন করেছেন। অনেকে তার পোস্টটি শেয়ারও করেছেন।