কলকাতা হেয়ার স্কুল প্রাক্তনী ‘কমল’ বাংলাদেশের প্রথম সেনাশাসক জিয়াউর রহমান

প্রসেনজিৎ চৌধুরী: স্বাধীনোত্তর বাংলাদেশে (Bangladesh) তার পূর্বজ পাকিস্তানের মতো দীর্ঘ সময় সামরিক শাসন চলেছিল। পরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। গত বছর (২০২৪) রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ থেকে…

Bangladesh

প্রসেনজিৎ চৌধুরী: স্বাধীনোত্তর বাংলাদেশে (Bangladesh) তার পূর্বজ পাকিস্তানের মতো দীর্ঘ সময় সামরিক শাসন চলেছিল। পরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। গত বছর (২০২৪) রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। এমত পরিস্থিতিতে বাংলাদেশে ফের প্রাসঙ্গিক প্রয়াত জিয়াউর রহমান (Ziaur Rahman) প্রতিষ্ঠিত বিএনপি দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিবস সাড়ম্বরে পালন করছে। তার জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। জন্মস্থান বগুড়া। ভারত ভাগের পর সেটি পড়েছিল পাকিস্তানের অংশে তৎকালীন পূর্ব পাকিস্তানে।

বিএনপি সূত্রে খবর, জিয়াউর রহমানের জন্মদিন পালন সামনে রেখে দ্রুত আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ করার জন্য অন্তর্বর্তী সরকারের উপর লাগাতার চাপ তৈরি করা হয়েছে। বিএনপির অভিযোগ, গত ১৫ বছরের আওয়ামী লীগ স্বৈরশাসন চলেছিল। সেই শক্তির নেত্রী জনতার ভয়ে দেশত্যাগী।

   

রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশে যে দু’দফায় ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬.-জোট সরকার চালিয়েছিল তখনও প্রবল নির্বাচনী কারচুপি হয়েছিল। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গতবছর ৫ আগস্ট গণবিক্ষোভে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রশাসন চালাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের প্রথম সেনাশাসক জেনারেল জিয়া

বিতর্কিত ব্যক্তিত্ব এবং বাংলাদেশের প্রথম সেনাশাসক জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি যাঁকে সেনার বিদ্রোহী অফিসাররা খুন করেছিলেন। স্বাধীনোত্তর বাংলাদেশে পরপর দুই শাসক শেখ মুজিবুর রহমান ও জেনারেল জিয়াউর রহমানকে সেনাকর্তারা খতম করেছিলেন। দুটি ঘটনাই বিশ্বে আলোড়ন ফেলে দেয়। জিয়াউর রহমানকে ১৯৮১ সালে গুলি করে হত্যা করা হয়।

১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন ১৫ আগস্টের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে দ্রুত উত্থান হয়েছিল জিয়াউর রহমানের। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। তাৎপর্যপূর্ণ বঙ্গবন্ধু হত্যায় জড়িত সেনা অফিসাররা প্রত্যেকেই জিয়া শাসনে নিরাপদ ও বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত ছিলেন। এই কারণে তিনি বিতর্কিত। আবার কৃষিপ্রধান বাংলাদেশের সেচ ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন পরিকাঠামো তৈরিতে জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কলকাতার ‘কমল’ জেনারেল জিয়াউর

বাংলাদেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমানের কাছে কলকাতা বিশেষ পরিচিত। ছাত্রাবস্থায় তিনি কলকাতায় ছিলেন। পড়তেন হেয়ার স্কুলে। বন্ধুদের মাঝে কমল নামে পরিচিত। এটি তাঁর ডাকনাম। তাঁর পিতা কলকাতায় সরকারি চাকরি করতেন। তবে ভারত ভাগ হওয়ার পর জিয়া পরিবার পাকিস্তানের নাগরিকত্ব নেয়। কলকাতা ছেড়ে কমল পাড়ি জমায় করাচি।

 

পাকিস্তানে জিয়ার সামরিক শিক্ষা

কলকাতা ছেড়ে জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই বিদ্যালয় থেকে তিনি ১৯৫২ সালে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ১৯৫৩ সালেই তিনি পাকিস্তানের অন্যতম সামরিক শিক্ষা প্রতিষ্ঠান কাকুল (Kakul) মিলিটারি একাডেমিতে যোগ দেন। ১৯৬০ সালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিবাহ হয়। ১৯৬৫ সালের যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করেছিলেন জিয়াউর রহমান। সেই যুদ্ধে ভারতীয় সেনা পাকিস্তানের গুরুত্বপূর্ণ নগর লাহোর দখল করার ঠিক আগে থেমে গেছিল। যুদ্ধ অন্তে জিয়াউর রহমান বদলি হন তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান

১৯৭১ সালে পাকিস্তান কেটে রক্তাক্ত সংঘর্ষে বাংলাদেশ তৈরি হয়েছিল। ভারত-পাকিস্তান সংঘর্ষের একটি পর্ব হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম রেডিও ঘোষক। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান রেডিও বার্তায় ছড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর এক কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। সেই সূত্রে তিনি কলকাতায় ফের ফিরে আসেন। তখন কলকাতায় চলছিল বাংলাদেশের অস্থায়ী ‘মুজিবনগর সরকার’। সেই সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে জিয়াউর রহমানসহ অন্যান্য গেরিলা কমান্ডারদের বেশকয়েকটি বৈঠক হয়েছিল।

বাংলাদেশ স্বাধীন হবার পর দেশটির সেনাবাহিনীকে জিয়াউর রহমানের অনুসারী গোষ্ঠী ক্রমে বাড়তে থাকে। এ নিয়ে সরকারের অন্দরে শুরু হয় ‘সমান্তরাল সেনা সরকার তৈরি’ গুঞ্জন। সেই গুঞ্জন সত্যি হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার দু’বছরের মধ্যে জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন