দেশত্যাগী হাসিনার দুর্গে ট্রাম্প-পুত্রর বিশেষ বাংলাদেশি বন্ধু খাওয়ালেন ভোজ

আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জয়ী হবার পরেই (Bangladesh) বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ…

আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জয়ী হবার পরেই (Bangladesh) বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে ট্রাম্পকে (Donald Trump) অভিনন্দন জানায়। এই বিতর্কের মাঝে এবার হাসিনার দুর্গ বলে পরিচিত গোপালগঞ্জে এবার হলো বিরাট ভোজ। শয়ে শয়ে আমন্ত্রিত।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ হাসিনার জন্মভিটে। তিনি গোপালগঞ্জ থেকেই বারবার ভোটে জিতেছেন। গত ৫ গণবিক্ষোভে আগস্ট বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হবার পর তিনি ভারতে আশ্রিত। বাংলাদেশের সর্বত্র আওয়ামী লীগ নেতা-কর্মীদের সেই দাপট আর নেই। তবে সর্বত্র আক্রান্ত হলেও গোপালগঞ্জে হাসিনার হয়ে বিরাট বিরাট জমায়েত হয়েছে। সেই গোপালগঞ্জে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের জয়ের আনন্দে ভোজ।

   

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। জানা গেছে, আমেরিকা প্রবাসী লুৎফর রহমান হিমু এই খিচুড়ি ভোজের জন্য টাকা দেন। প্রায় দুই শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।

ট্রাম্প পরিবারের বন্ধু কে লুৎফর রহমান হিমু?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের সঙ্গে গভীর বন্ধুত্ব বাংলাদেশের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা লুৎফর রহমান হিমু। তিনি রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বার।

লুৎফর রহমান হিমুর বন্ধু গোপালগঞ্জের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন। তিনিই ভোজ খাইয়েছেন। গিয়াসউদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল, ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে যুবকরা এই খিচুড়িভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত।’