বিক্ষোভে অশান্ত বাংলাদেশ, শেখ হাসিনার ‘বিশ্বস্ত’ মন্ত্রী-নেতারা পালাচ্ছেন সিঙ্গাপুর, লন্ডনে

গণবিক্ষোভের গরম (Bangladesh) বাংলাদেশ। বিক্ষোভকারী পড়ুয়াদের কোটা সংস্কার আন্দোলনের অভিমুখ এখন রাজনৈতিক-প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে চলছে বিক্ষোভ। বিক্ষোভ ঘিরে সংঘর্ষে শতাধিক নিহত। সরকারপক্ষ আওয়ামী লীগ ও…

বিক্ষোভে অশান্ত বাংলাদেশ, শেখ হাসিনার 'বিশ্বস্ত' মন্ত্রী-নেতারা পালাচ্ছেন সিঙ্গাপুর, লন্ডনে

গণবিক্ষোভের গরম (Bangladesh) বাংলাদেশ। বিক্ষোভকারী পড়ুয়াদের কোটা সংস্কার আন্দোলনের অভিমুখ এখন রাজনৈতিক-প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে চলছে বিক্ষোভ। বিক্ষোভ ঘিরে সংঘর্ষে শতাধিক নিহত। সরকারপক্ষ আওয়ামী লীগ ও পডুয়াদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। এই অবস্থায় অশান্ত বাংলাদেশ থেকে শেখ হাসিনার (Sheikh Hasina) বিশ্বস্ত মন্ত্রী-নেতারা পালাচ্ছেন সিঙ্গাপুর, লন্ডনে।

ঢাকা বিমানবন্দরে (শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর)-এর বিশেষ যাত্রী আগমন ও নির্গমণের জন্য ‘দোলনচাঁপা’ ও ‘রজনীগন্ধা’ পথ ব্যবহার হয়। ভিআইপিদের জন্য নির্দিষ্ট এই পথের রেজিস্ট্রার থেকে বিস্ফোরক তথ্য আসছে। এই পথ দিয়েই কমপক্ষে এক ডজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, সাংসদ, প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ ছেড়ে পলাতক!

নিজেদের প্রভাব খাটিয়ে কেউ টিকিট কেটেছেন। কেউ তড়িঘড়ি প্রিমিয়াম টিকিট কেটেছেন। পলাতক মন্ত্রীরা বেশিরভাগই একলা বিমানে উঠেছেন। তাঁদের স্ত্রী ও আত্মীয়রা অন্য বিমানে উঠছেন। সরকার বিরোধী গণবিক্ষোভের মাঝে গুচ্ছ গুচ্ছ নেতা মন্ত্রীর আচমকা দেশত্যাগে প্রবল আলোড়ন বাংলাদেশে। জানা যাচ্ছে ‘পলাতক’ নেতা মন্ত্রী ও ব্যবসা সংগঠনগুলোর নেতারা দিন কয়েক আগেও প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার বার্তা দিয়েছিলেন।

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের একটি ফেসবুক পোস্টে লিখেছেন “ছাত্র আন্দোলনের জোয়ার দেখে দু’ডজন মন্ত্রী আর এম পি বাংলাদেশ থেকে সপরিবার পালিয়েছে। এদের পাসপোর্টে ইউরোপ আমেরিকার ভিসা মনে হয় লাগানোই থাকে। এদের স্যুটকেস মনে হয় হাফ গোছানোই থাকে। বিপদ দেখলেই চম্পট। দেশ গোল্লায় যাক, সরকার ধ্বসে পড়ুক, তাদের কিছু যায় আসে না। আর একটা ধাক্কা এলে তো মনে হয় বাকি মন্ত্রীরাও পালাবে।”

অশান্ত অবস্থায় দেশত্যাগী মন্ত্রীদের তালিকা
১. ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
২. অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
৩. স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম,
৪. কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ

Advertisements

এছাড়াও দেশত্যাগীদের তালিকায় প্রাক্তন মন্ত্রী ও নেতাদের একগুচ্ছ নাম এসেছে। তালিকা ক্রমে বাড়ছে বলেই দাবি করছে বাংলাদেশের সংবাদমাধ্যম।

‘খেলা হবে’ স্লোগানের জনক বাংলাদেশের বাহুবলী সাংসদ শামীম ওসমানও পলাতক বলে গুঞ্জন ছড়ায়। তবে তিনি পলাতক নন বলে নিজেই জানান।