পদত্যাগ করলেও একাধিক রেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা

মাসখানেক ধরে চলা অশান্তির মধ্যে আজ, সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপরই ঢাকার ত্যাগ করেন তিনি। সংবাদ সংস্থা এএফপি সূত্রে…

Bangladesh PM Sheikh Hasina Warns

মাসখানেক ধরে চলা অশান্তির মধ্যে আজ, সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপরই ঢাকার ত্যাগ করেন তিনি। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, হাসিনা এবং তাঁর বোন ঢাকা ত্যাগ করেছেন। সম্ভবত তারা ভারত হয়ে লন্ডনে যাত্রা করবেন। দেশ ছাড়ার পূর্বে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তা সম্ভব হয়নি।

বাংলাদেশের সেনাপ্রধান এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আপাতত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আপাতত কারফিউ বা ইমারজেন্সি জারি করা হচ্ছে না। আজ রাতের মধ্যেই এই সংকট থেকে মুক্তির পথ বেরিয়ে আসবে বলে জানান সেনাপ্রধান।

   

সোমবার দুপুর আড়াইটে নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বঙ্গভবন ত্যাগ করেন শেখ হাসিনা।

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আপনাদের দায়িত্ব আমাদের জনগণকে সুরক্ষিত রাখা এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখা এবং সংবিধানকে রক্ষা করা। অর্থাৎ কোনও অনির্বাচিত সরকারকে এক মিনিটের জন্যও ক্ষমতায় আসতে দেবেন না, এটা আপনাদের কর্তব্য।

‘হাসিনার দুঃশাসনের শেষ’ লিখলেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সরকার নিয়ে আশঙ্কিত তসলিমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশের প্রাণপুরুষ এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা, শেখ হাসিনা সম্মিলিতভাবে ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সেবা করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী।

২০২৪ সালের ৫ অগস্ট পর্যন্ত, তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন মহিলা সরকার প্রধান।

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাংলাদেশী রাজনীতিবিদ হাসিনা জুন ১৯৯৬ থেকে জুলাই ২০০১ পর্যন্ত বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা।

২০০৬-২০০৮ সালের রাজনৈতিক সংকটের সময় শেখ হাসিনাকে Extortion-এর অভিযোগে আটক করা হয় এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন।

২০১৪ সালে শেখ হাসিনা তৃতীয়বারের মতো নির্বাচিত হন। যদিও সেই ভোট বয়কট করেছিল বিএনপি।

বাংলাদেশ সরকারের ‘নৌকাডুবি’, জনতার বিদ্রোহে দেশত্যাগ শেখ হাসিনার

২০১৭ সালে মায়ানমার পালিয়ে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসা পান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী থাকাকালীন বেশ কিছু অভিযোগ উঠেছে শেখ হাসিনার নামে। তাঁর সময়কালে গণতন্ত্রের ওপর আঘাত নেমে আসে। বেশ কিছু মানবাধিকার সংগঠন আক্রান্ত হয়। বিচার ছাড়াই হত্যা করা হয় অনেককে।

২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন শেখ হাসিনা।

২০১৫, ২০১৮ ও ২০২২ সালে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ছিলেন হাসিনা।