আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (ICT) রায় ঘোষণার প্রাক্কালে ফের ভার্চুয়ালি সমর্থকদের উদ্দেশে মুখ খুললেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম থেকেই হাসিনার দাবি, তাঁর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া ‘‘সম্পূর্ণ অবৈধ’’৷ সেই অবস্থানই আরও জোরালো করলেন তিনি। তাঁর অভিযোগ, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূস এবং তাঁর ঘনিষ্ঠ মহল ‘‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে’’ তাঁকে শাস্তি দেওয়ার এক সুপরিকল্পিত পথে হাঁটছে।
হাসিনার কথায়, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ‘‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ রাজনৈতিক’’। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-সহ তিনি একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত৷ তাঁদের বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টা-সহ নির্যাতন ও মানবতাবিরোধী কার্যকলাপ। ২০২৪ সালের কোটা-বিরোধী বিক্ষোভকে ঘিরে যে হিংসা ছড়িয়েছিল, সেই পর্বেই এই অভিযোগগুলির সূত্রপাত।
লকডাউনের ডাক, রাস্তায় থাকার বার্তা সমর্থকদের
ভার্চুয়াল ভাষণে হাসিনা ফের রাস্তায় নামতে আহ্বান জানান নিজের সমর্থকদের। তাঁর কথায়, ‘‘হুমকি-ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’’ দাবি করেন, গত বছরের অস্থিরতার আবহে ইউনূসপন্থীরা বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে—যা তাঁর কথায় ‘বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বর্বরতা’।
একই সঙ্গে ইঙ্গিত দেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যুদ্ধাপরাধ ও নারীনির্যাতন মোকাবিলায় আইন কাঠামো শক্তিশালী করা হয়েছিল। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারে ‘‘জুলাইয়ের অপরাধীরাই নায়ক বনে গিয়েছে’’—এই অভিযোগও তোলেন তিনি।
ফিরে আসার ইঙ্গিত, তবে শর্তযুক্ত রাজনৈতিক ভবিষ্যৎ Sheikh Hasina ICT Verdict
৫ অগস্ট ২০২৪-এ সহিংসতার মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা জানান, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ দেশের পরিস্থিতির ওপর নির্ভরশীল। ‘‘বাংলাদেশে সকল প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ-সহ—অংশ নিতে পারলে তবেই যথার্থ অর্থে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব,’’ মন্তব্য তাঁর। সেই পরিস্থিতি তৈরি হলে রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিতও দেন।
কিন্তু তাঁর মতে, তাঁকে ক্ষমতা থেকে সরানো কোনও ‘‘রাজনৈতিক পতনের’’ ইঙ্গিত নয়, বরং ‘‘রাষ্ট্রকে অস্থিতিশীল করার সমন্বিত প্রচেষ্টা’’র ফল। ছাত্র আন্দোলনের আড়ালে ‘‘সামরিক মানের অস্ত্র বেসামরিকদের হাতে’’ তুলে দেওয়া হয়েছিল এবং ‘‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় সমন্বিত আগুন লাগানো’’ হয়—এই অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, ঢাকায় থেকে গেলে ‘‘রক্তস্নান অবশ্যম্ভাবী’’ ছিল।
Bangladesh: Deposed PM Sheikh Hasina blasts the Yunus-led interim govt and International Crimes Tribunal proceedings as “entirely illegal” ahead of the verdict, accusing Yunus of political conspiracy.


