গণবিক্ষোভে বাংলাদেশ (Bangladesh) থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রিত (Sheikh Hasina) শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। দাবি উঠেছে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দিতে হবে। এরই মাঝে নিজের প্রতীকী ফাঁসি দেখলেন হাসিনা।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রতীকী মঞ্চ তৈরি করা হয়। সেখানে শেখ হাসিনার কুশপুতুল ঝোলানো হয়। সেই ছবি ভাইরাল। দিল্লি থেকে এই দৃশ্য দেখেছেন খোদ শেখ হাসিনা।
আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের শাস্তির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠন’। এই মঞ্চে শেখ হাসিনার পাশেই দেখা গেছে তার সরকারের একাধিক হেভিওয়েট নেতা যেমন ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের কুশপুতুল। গত ৫ আগস্ট বাংলাদেশে পালাবদলের পর এই নেতাদের অনেকেই বন্দি। কেউ পলাতক।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানানো হয়। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে না। ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে।’
সম্প্রতি শেখ হাসিনার একটি ভয়েস বার্তা ভাইরাল হয়। আওয়ামী লীগ সভাপতি হাসিনা তার দলের নেতাদের দু মাস ধৈর্য্য ধরে অপেক্ষা করার নির্দেশ দেন।