HomeWorldBangladeshএবার দুর্নীতি মামলায় ২১ বছরের কারাদণ্ড হাসিনাকে, সাজা জয় ও পুতুলের

এবার দুর্নীতি মামলায় ২১ বছরের কারাদণ্ড হাসিনাকে, সাজা জয় ও পুতুলের

- Advertisement -

বাংলাদেশের রাজনীতিতে মঙ্গলবার তৈরি হল অভূতপূর্ব আইনি পালাবদল। প্লট দুর্নীতি মামলায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে কারাদণ্ডের নির্দেশ দিল ঢাকার বিশেষ জজ আদালত। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম, প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগেই এই রায়।

তিন মামলায় ২১ বছরের সাজা হাসিনার

বিচারক মহম্মদ আব্দুল্লা আল মামুনের আদালত জানায়—
• শেখ হাসিনার বিরুদ্ধে মোট তিনটি পৃথক মামলা চলছিল। প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

   

এই রায় এমন এক সময়ে এল, যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। ফলে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আইনি পর্ব আরও জটিল হয়ে উঠল।

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের জেল, জরিমানা Sheikh Hasina Corruption Sentence

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পুত্র ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ওপরও নেমে আসে সাজা।
• আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয়।
• পাশাপাশি ধার্য হয় ১ লক্ষ টাকার জরিমানা।

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রায়

অন্য এক মামলায় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে—
• ৫ বছরের কারাদণ্ড।

মোট ৪৭ আসামি, একজন খালাস

তিন মামলায় আসামির সংখ্যা মোট ৪৭। ব্যক্তিগতভাবে অভিযুক্ত ২৩ জন।
তবে একজন আসামি— সাইফুল ইসলাম সরকার— খালাস পেয়েছেন বলে আদালত জানিয়েছে।

রায়ের প্রক্রিয়া

• ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।
• ২৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়।
• আজ ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে।

তিন মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছিল ১৭ নভেম্বর।

হাসিনার লকার থেকে ৯ কেজি সোনা উদ্ধার

এই মামলার পাশাপাশি আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। অগ্রণী ব্যাঙ্কে শেখ হাসিনার দু’টি বাজেয়াপ্ত লকার আদালতের অনুমতিতে খোলা হলে পাওয়া যায়—
• প্রায় ৯ কেজি সোনা,
• বিপুল পরিমাণ গয়না,
• বহুমূল্য উপহারসামগ্রী।

বাংলাদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইডি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লকারগুলির তদন্ত করেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে দুর্নীতি ও আয়-বহির্ভূত সম্পদের অভিযোগে নতুন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular