দেশে নেই। প্রশাসনে নেই। কিন্ত পদে আছেন। শেখ হাসিনা (Sheikh Hasina) এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনই মনে করে আওয়ামী লিগ। যার প্রমাণ মিলল তাঁদের প্রেস বিবৃতিতে। আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে দলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ তাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে৷ আর এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই বাংলাদেশসহ বিশ্বজুড়েই হইচই পড়ে গিয়েছে৷
প্রেসিডেন্ট ভোটে জেতার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানায় আওয়ামী লিগ। যেখানে দলের প্রেসিডেন্ট হাসিনার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছেন। দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, শেখ হাসিনা বর্তমানে দেশে নেই এবং প্রশাসনের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করছেন না, তবুও তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে তাঁর পদে আছেন।
(আরও বিস্তারিত আসছে)