হাসনাতের “সেভেন সিস্টার” বিচ্ছেদের রহস্য ফাঁস জুলাই যোদ্ধা নিলার

ঢাকা: ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছিল জামাত নেতা হাসনাত (Seven Sisters separation)। রবিবার এই সেভেন সিস্টার্স বিচ্ছেদের রহস্য ফাঁস করলেন প্রাক্তন এনসিপি…

seven-sisters-separation-hasnat-nila-israfil

ঢাকা: ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছিল জামাত নেতা হাসনাত (Seven Sisters separation)। রবিবার এই সেভেন সিস্টার্স বিচ্ছেদের রহস্য ফাঁস করলেন প্রাক্তন এনসিপি নেত্রী নিলা ইসরাফিল। শনিবার আনুষ্ঠানিক ভাবে এনসিপি ছেড়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা। জামাতের সঙ্গে জোটে যাবেন না এই ইস্যুতেই দল ছাড়েন জারা। এর আগে অবশ্য নীলা সহ আরও ৬ জন এনসিপি নেত্রী দল ছেড়ে বেরিয়ে এসেছেন।

Advertisements

আজ সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও বার্তায় নিলা তাসনিম জারার সিদ্ধান্তকে শুভেচ্ছা জানান এবং বলেন জারা শিক্ষিত এবং মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তিনি আরও বলেন যে যারা একসময় এনসিপির জন্যে যথেষ্ট সময় দিয়েছেন। কিন্তু এনসিপি জামাতের সঙ্গে জোট বাঁধতে চাইছে যা মানবতা বিরোধী এবং জারার এই পদক্ষেপে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল। এই বক্তব্যের সঙ্গে তিনি জোরাল বার্তা দিয়েছেন যে যারা ১৯৭১ এর স্বাধীনতাকে অপমান করে এবং যারা গণ অভ্যুত্থানকে অপমান করে তাদের সঙ্গে সুস্থ মানসিকতার মানুষ জোট বাঁধতে পারেনা।

   

হুমায়ুনের বাড়িতে পুলিশি অভিযান, এলাকায় উত্তেজনা

তাই সব কিছুর উর্ধে উঠে মানবতা এবং গণ অভ্যুত্থান কে প্রাধান্য দেওয়া তাসনিম জারার এই সিদ্ধান্ত প্রশংসনীয়। এর সঙ্গে যোগ করে নিলা বলেন যে জামাতের নেতা হাসনাত বলেছিল সেভেন সিস্টার্স আলাদা করে দেবে এবং হাসনাত তার কথা রেখেছে এবং তার দলের জন্যই এনসিপির ৬ মহিলা সদস্য দল ছেড়ে বেরিয়ে এসেছে।

এনসিপি জুলাই অভ্যুত্থানের নেতাদের দ্বারা গঠিত একটি নতুন দল, যারা শেখ হাসিনার পতনের পর রাজনীতিতে সক্রিয় হয়েছে। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে জোটের আলোচনা দলে বিভেদ সৃষ্টি করেছে। তাসনিম জারা ছিলেন দলের গুরুত্বপূর্ণ মুখ, যিনি ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী হওয়ার কথা ছিল। তার পদত্যাগের পর দলের অন্য নেত্রীরা, যেমন সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম প্রমুখও জোটের বিরোধিতা করে মন্তব্য করেছেন।

সূত্র বলছে, কমপক্ষে ৩০ জন কেন্দ্রীয় নেতা জামাত জোটের বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়েছেন। এতে দলের ঐক্যে বড় ধাক্কা লেগেছে।তাসনিম জারা পদত্যাগের পর বলেন, তার স্বপ্ন ছিল দলের প্ল্যাটফর্ম থেকে এলাকার মানুষের সেবা করা, কিন্তু বাস্তব পরিস্থিতিতে তিনি স্বতন্ত্রভাবে লড়বেন।

তিনি গণচাঁদায় সংগৃহীত টাকা ফেরত দেওয়ারও ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নিলা ইসরাফিলের ভিডিও বার্তা দলের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা ও গণ-অভ্যুত্থানের মূল্যবোধকে সম্মান করে না, তাদের সঙ্গে জোট মানবতার বিরুদ্ধে।

Advertisements