Bangladesh: কলা দিয়ে শাড়ি তৈরি রাধাবতীর, বাংলাদেশে ঈদ চমক কলাবতী শাড়ি

ঢাকাই জামদানি, টাঙ্গাইল, বালুচরীর শাড়ির দেশে এবার হাজির কলাবতী! বাংলাদেশে আসন্ন ঈদ উৎসবের আগেই কলার আ়ঁশ দিয়ে তৈরি এই ‘Kolaboti Saree’ শাড়ি তীব্র আলোড়ন ফেলে দিল। এই ধরণের শাড়ির আবিষ্কারক রাধাবতী দেবী। তিনি চট্টগ্রামে বিভাগের বান্দারবন এলাকার বাসিন্দা। কলাবতী শাড়ি নিয়ে তীব্র কৌতুহল তৈরি হয়েছে বাংলাদেশে। কলা থেকে বের করা সুতো দিয়ে তৈরি শাড়ি উপহার হিসেবে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের বান্দরবান জেলার বাসিন্দা রাধাবতী দেবী। তিনিই এই অভিনব শাড়ি তৈরি করেছেন। তাঁকে এমন শাড়ি বানাতে অনুরোধ করেন জেলা শাসক ইয়াসমিন পারভীন তিবরিজী। এর পরেই চমক দেন রাধাবতী দেবী।

   

Bangladesh: কলা দিয়ে শাড়ি তৈরি রাধাবতীর, বাংলাদেশে ঈদ চমক কলাবতী শাড়ি

বান্দরবান জেলা প্রশাসক  ইয়াসমিন পারভীন তিবরিজী জানান, ফল দেওয়ার পর পরিত্যক্ত কলাগাছের আঁশ থেকে সুতো তৈরির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে কলাগাছের সুতো দিয়ে ব্যাগ, ঝুড়ি, ফুলদানি, কলমদানি, ফাইল ফোল্ডার, শোবিজ ও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। এসব জিনিসপত্র তৈরিতে পাহাড়ি এলাকার শতাধিক নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পের বড় সফলতা কলাগাছের সুতো দিয়ে শাড়ি। এটি বাংলাদেশের তৈরি প্রথম শাড়ি। এই শাড়িটির নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি। বান্দরবান শহরের কালাঘাটা মণিপুরী পল্লিতে প্রথম এই শাড়িটি তৈরি করেছেন রাধাবতী দেবী।

কলাবতী শাড়ির আবিষ্কারক রাধাবতী দেবী জানান, শুনেছি ভারতে কলাগাছের সুতো থেকে শাড়ি তৈরি হয়। বাংলাদেশে আমিই প্রথম কলাগাছের সুতো দিয়ে শাড়ি তৈরি করেছি। প্রথম দিকে আঁশ থেকে সুতো তৈরি ও প্রক্রিয়াকরণ করতে লেগেছে আট দিন। কাপড় বুনতে লেগেছে সাত দিন। তবে আগামীতে সব জিনিসপত্র ঠিকঠাক থাকলে এক দিনেই একসঙ্গে মেশিনে তিনটি শাড়ি তৈরি করা যাবে। একটি শাড়ি তৈরিতে খরচ পড়েছে সাড়ে তিন হাজার টাকার মতো। যখন আরও কম সময়ে এই শাড়ি বানানো যাবে তখন উৎপাদন খরচ অনেক কমে আসবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন