WHO: হু থেকে বাধ্যতামূলক ছুটি, হাসিনার কন্যা পুতুল কি দিল্লিতে থাকতে পারবেন?

গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার ঠিকানা নয়াদিল্লি। তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দীর্ঘ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আঞ্চলিক আধিকারিক হিসেবে দিল্লিতে থাকছিলেন। এবার…

Saima Wazed Putul WHO

গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার ঠিকানা নয়াদিল্লি। তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দীর্ঘ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আঞ্চলিক আধিকারিক হিসেবে দিল্লিতে থাকছিলেন। এবার তার চাকরি যেতে বসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রবল চাপে পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল হু।

ব্যাপক দুর্নীতির তথ্য দাখিল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন পুতুল। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তথ্য দাখিল করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পর থেকেই পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থান থেকে বরখাস্ত করার দাবি উঠছিল। আরো অভিযোগ, পদাধিকার বলে নয়াদিল্লিতে থাকার সুবাদে তিনি নিজ দেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছিলেন।

   

বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। এই প্রতিবেদনে বলা হয়, হু মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার (১১ জুলাই) পুতুলকে অনির্দিষ্টকালীন বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেল। ইমেলে কর্মীদের এই তথ্য জানিয়েছেন তিনি।

Advertisements

পুতুল ছুটিতে থাকবেন Saima Wazed Putul WHO
 

হু মহাপরিচালক জানান,শুক্রবার থেকেই সায়মা ওয়াজেদ পুতুল ছুটিতে থাকবেন। এছাড়া ডব্লিউএইচও‘র তার স্থলাভিষিক্ত হবেন ড. ক্যাথরিন বোহেম। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।

বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার নির্দেশ ও দুর্নীতির মামলা চলছে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। গতবছর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর থেকে হাসিনা আছেন নয়াদিল্লিতে। সেখানেই তিনি কন্যা পুতুলের সঙ্গে নিয়মিত দেখা করেন।