ফের হাসিনার কণ্ঠে ভাইরাল অডিও ‘দুই মাস অপেক্ষা করো’

Sheikh Hasina: ফের দেশত্যাগী শেখ হাসিনার (Sheikh Hasina) অডিও বার্তা ভাইরাল। বাংলাদেশ আবারও আলোড়িত। গত ৫ আগস্ট গণবিক্ষোভে বাংলাদেশ (Bangladesh) ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।…

Sheikh Hasina audio clip

short-samachar

Sheikh Hasina: ফের দেশত্যাগী শেখ হাসিনার (Sheikh Hasina) অডিও বার্তা ভাইরাল। বাংলাদেশ আবারও আলোড়িত। গত ৫ আগস্ট গণবিক্ষোভে বাংলাদেশ (Bangladesh) ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গণহত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

   

যুগান্তর জানাচ্ছে, “নতুন আরেকটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার। এবার তিনি কথা বলেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক (প্রাক্তন) ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের সঙ্গে।  তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।  শেখ হাসিনার কণ্ঠ সদৃশ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়। ” উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ তালিকায় উঠেছে ছাত্রলীগ। এই ছাত্র সংগঠনটি আওয়ামী লীগের শাখা।

ইত্তেফাক জানাচ্ছে, একটি ৩ মিনিট ১৭ সেকেন্ডের ফোনালাপ রবিবার রাতে বাংলাদেশে ছড়িয়েছে। এই অডিওতে শেখ হাসিনার বার্তা শোনা গেছে। শেখ হাসিনা ভারত থেকে এর আগেও তাঁর দল আওয়ামী লীগ নেতাদের বার্তা দিয়েছিলেন। সেই ভাইরাল অডিওর পর অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ভারতের সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যদি ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে।

এবার ফের শেখ হাসিনার অডিও বার্তা ছড়়ানোর পর বিতর্ক প্রবল। ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বলে অনেকেই মনে করছেন।

যুগান্তর জানাচ্ছে, ‘শেখ হাসিনার কণ্ঠ সদৃশ একজনকে বলতে শোনা যায়, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বাড়ি ঘর নেই? সব কথা কি বলে দিতে হয়?’

ওই অডিও ক্লিপে শেখ হাসিনার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে বলে সামাজিক মাধ্যমে শোরগোল। মহিলা কণ্ঠ- ‘যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে। বেশি ভালো থাকবেন না আপনি। দেখো ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টেকে কি না? কাউকে পালাতেও দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটারও অস্ত্র থাকবে না।’

অডিও ক্লিপে শোনা যাচ্ছে, ‘ঠিক আছে, আমি সবাইকে বলছি, তোমরা শুধু দুই মাস অপেক্ষা করো। কিছু বলো না।’ … ‘ওরা ফেল করবে, আর আমরা যদি কিছু করি, তখন বলবে আমাদের জন্য করতে পারে নাই। সেটা আর বলার মুখ নেই। জাতীয় আন্তর্জাতিকভাবেও ওই যে সুদখোর ইউনুসের গুটি গুটি চেহারার দ্বার আটকে গেছে মানুষের কাছে।’