বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone Dana)। বাংলাদেশ (Bangladesh) আবহাওয়া বিভাগ (বিএমডি) জানাচ্ছে, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বৃষ্টি হয়েছে। কার্তিক মাস শুরুতে বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়া গেছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘ডানা’। এই নাম দিয়েছে কাতার।
বাংলাদেশের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়টি পড়শি দেশ ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ ছুঁয়ে বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেলেও এমন বিশ্লেষণ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় আগামী ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ মহম্মদ ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা বা পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে ঘূর্ণিঝড়টির গতিপথ বিশ্লেষণ চলছে। বঙ্গোপসাগর উপকূলের তিনটি দেশ ভারত, বাংলাদেশ ও মায়ানমার। বিশ্লেষণে বলা হচ্ছে ডানার গতিপথ বাংলাদেশ-ভারতের উপকূলের দিকে। আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল জানিয়েছে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।