Sheikh Hasina: শেখ হাসিনার নির্দেশে কমপক্ষে ১৪০০ গুলিতে নিহত: রাষ্ট্রসংঘ রিপোর্ট

India extended Sheikh Hasina's visa amid tension with Bangladesh

বঙ্গবন্ধুর কন্যা গণহত্যাকারী হিসেবে চিহ্নিত। রাষ্ট্রসংঘ মানবাধিকার কমিশন (OHCHR)  তাদের রিপোর্টে উল্লেখ করল, গতবছর (২০২৪) সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন (Sheikh Hasina) শেখ হাসিনার নির্দেশে গণবিক্ষোভ দমনে গুলি করে হাজারের বেশি জনকে খুন করা হয়েছে।

বাংলাদেশে গত জুলাই-অগাস্টে প্রায় ১৪০০ জনের মতো নিহত হয়েছেন। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। রাষ্ট্রসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক জেনেভায় এই রিপোর্ট প্রকাশ করেন।

   

রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় (UNHHR) তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশে গত জুলাই-অগাস্টে প্রায় ১৪০০ জনের মতো নিহত হয়েছেন। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো।

রাষ্ট্রসংঘ মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে, ” হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছে। এছাড়া পুলিশ ও র‍্যাবের তথ্য অনুযায়ী ১১ হাজার ৭০০ জনকে তখন আটক করা হয়েছিলো। যারা নিহত হয়েছে তাদের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু। পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীর দ্বারা শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে ও পঙ্গু হয়েছে।”

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা নিয়মের সংস্কার চেয়ে ছাত্র-ছাত্রীদের আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার গুলি চালিয়েছিল এমনই অভিযোগ করেছিলেন নিহত আহতদের আত্মহনন। গণবিদ্রোহে গতবছর ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রিত। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দাবি, এই রিপোর্ট একপেশে।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণবিক্ষোভোর সময় গণহত্যা চালানোর অভিযোগেলে শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের মন্ত্রী  নেতাদের বিরুদ্ধে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাসহ বিভিন্ন অপরাধের বিচার কার্যক্রম শুরু করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন