গণবিক্ষোভে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজের দেশ থেকেই পলাতক। তিনি এখন ‘দেশহীন নাগরিক’। যে শেখ হাসিনাকে বিশ্বের তাবড় তাবড় শক্তিধর দেশগুলি লাল কার্পেটে রাষ্ট্রীয় অভিবাদন দিত তারাই মুখ ঘুরিয়েছে। গণপ্রহারে মৃত্যুর ভয়ে গোপনে দেশ ছেড়ে শেখ হাসিনার আপাতত ঠাঁই ভারতে। তবে ভারত সরকারও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা তাও নিশ্চিত নয়।
ভারত চিন্তা করছে তৃতীয় কোনও নিরপেক্ষ দেশ যেখানে হাসিনাকে ‘পুশ ব্যাক’ করা যায়। এর জন্য ভারত সরকার দিতে চলেছে সেফ প্যাসেজ। আর বাংলাদেশে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের তরফে ঘোষণা করা হল, নোবেল জয়ী ড.মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছে। ইঙ্গিত, ইউনূস সেই দায়িত্ব নিতে চলেছেন। সেক্ষেত্রে তিনিই হবেন প্রথম বাঙালি নোবেল জয়ী প্রধানমন্ত্রী।
বিবিসি’র খবর, ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ।
প্রতিবেদনে লেখা হয়েছে “নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। দ্রুত সময়ের মধ্যে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা নাহিদ ইসলাম বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন”।