Sheikh Mujibur Rahman: মুজিব হত্যার পরিকল্পনাকারী মেজর ডালিম প্রকাশ্যে! তীব্র আলোড়িত বিশ্ব

বাংলাদেশের ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমানকে (Sheikh Mujibur Rahman)১৯৭৫ সালে তাঁর পরিবারের চল্লিশ জনের অধিক সদস্যদের সাথেই গুলি করে খুন করেছিল তৎকালীন বিদ্রোহী সেনা অফিসাররা।…

mujibur rahman assassination

বাংলাদেশের ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমানকে (Sheikh Mujibur Rahman)১৯৭৫ সালে তাঁর পরিবারের চল্লিশ জনের অধিক সদস্যদের সাথেই গুলি করে খুন করেছিল তৎকালীন বিদ্রোহী সেনা অফিসাররা। সেই সেনা অভ্যুত্থানের পরিকল্পনাকারী মেজর ডালিম (Shariful Haque Dalim) প্রকাশ্যে! তার ছবিসহ একটি ভিডিও বার্তা ও সাক্ষাৎকারে (Bangladesh) বাংলাদেশসহ বিশ্ব আলোড়িত। কারণ, মুজিব হত্যা বিশ্বের অন্যতম সাড়া জাগানো রাজনৈতিক খুন। (sheikh mujibur rahman assassination)

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে খুন sheikh mujibur rahman assassination

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকায় নিজের বাড়িতেই সপরিবারে খুন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। এই সেনা অভ্যুত্থানে জড়িত কয়েকজনের আগেই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজন পলাতক-আত্মগোপনকারী। আর পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনায় থাকা মেজর শরিফুল হক ডালিম সেই দিন বাংলাদেশ বেতারের কার্যালয় থেকে রেডিও বার্তায় অভ্যুত্থানে মুজিবুর রহমানের মৃত্যুর সংবাদ ঘোষণাকারী।

   

বাংলাদেশে গত ৫ আগস্ট মুজিবকন্যা শেখ হাসিনা গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন। এবার প্রকাশ্যে মুজিব হত্যার চক্রী মেজর ডালিম।

মেজর ডালিমের বিস্ফোরক মন্তব্য sheikh mujibur rahman assassination

বাংলাদেশের সংবাদপত্র ‘ইত্তেফাক’ জানিয়েছে- “৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য”। প্রতিবেদনে লেখা হয়েছে, “প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম।”

মুজিবুর রহমান হত্যা প্রসঙ্গে তিনি বলেছেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো। নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করবো।

সাতদফাতে চুক্তি sheikh mujibur rahman assassination

মেজর ডালিম বলেন, যখন সাতদফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হব।

তিনি বলেন, ‘শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।’

মেজর ডালিম বলেন, ‘মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুইপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনাঅভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলো।’  

আনন্দ মিছিল sheikh mujibur rahman assassination

তিনি বলেন, ‘মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের (একদলীয় শাসন) পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান।’

Bangladesh: Revelation of Major Dalim, one of the key planners of the 1975 assassination of Bangladesh’s ‘Father of the Nation’ Sheikh Mujibur Rahman, and his family. The interview and video message have stirred global interest.