Bangladesh: ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখা ছাড়া উপায় নেই’! মেনে নিলেন ইউনূস

Muhammad Yunus Resignation

ঢাকা: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে সম্প্রতি কিছু বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সীমান্তে কাঁটাতারের বিরোধ, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন৷ 

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনও অবনতি হয়নি, এবং ভবিষ্যতেও হবে না। আমাদের সম্পর্ক ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক – সব দিক দিয়েই খুব গভীর। আমাদের সম্পর্কের কোনও অবনতি হয়নি, এবং ভবিষ্যতেও হবে না। আমাদের পারস্পরিক নির্ভরশীলতা এতই শক্তিশালী যে, সম্পর্কের অবনতি হওয়ার প্রশ্নই আসে না। তবে মাঝে মাঝে কিছু অপপ্রচার ছড়ানো হয়, যার ফলে ভুল বোঝাবুঝি হয়। এসব অপপ্রচার আসলে কীভাবে ছড়ানো হচ্ছে, সেটা খুঁজে বের করা উচিত।”

   

এছাড়া, ইউনূস আরও জানান, ভারতের সঙ্গে তাদের যোগাযোগ নিয়মিত। তিনি বলেন, “ভারত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় ভালো ছিল এবং এখনও আছে। আমাদের লোকজন একে অপরের দেশে আসা-যাওয়া করছে। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার প্রথম থেকেই কথা হয়েছে এবং আগামী ৩-৪ এপ্রিল বিমস্টেক সম্মেলনে আমরা মুখোমুখিও হতে পারি।”

এই সাক্ষাৎকারের পর, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে, এর আগে উত্তর-পূর্ব ভারত এবং বৃহত্তর বাংলাদেশ নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করা হয়েছিল, যা নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। তবে ইউনূস এর সমস্ত কিছু অতিক্রম করে বারবার ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন।

তবে, সীমান্তে কাঁটাতার বসানোর ইস্যু, বিএসএফ ও বিজিবি-এর মধ্যে উত্তেজনা, এসবও এড়িয়ে যাওয়ার মতো নয়। তবে ইউনূস একেবারে সোজাসুজি জানিয়েছেন, এসবকে তিনি সম্পর্কের বড় সমস্যা হিসেবে দেখেন না। বরং তিনি বিশ্বাস করেন, দুই দেশের সম্পর্ক অটুট থাকবে এবং এসব ভুল বোঝাবুঝি শিগগিরই দূর হবে।

বিশ্লেষকদের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি শক্ত, এবং এই সম্পর্কের ভবিষ্যত নিয়ে উদ্বেগের কিছু নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন