ভারত-বাংলাদেশ (India Bangladesh Relation) বিদেশসচিব পর্যায়ের বৈঠকের আগেই ফের বিপাকে ইসকন সন্ন্যাসী চিন্ময় দাস। রবিবার চিন্ময় দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন চট্টোগ্রাম মেট্রোপলিটান আদালতে। বিগত ১৩ দিন ধরে জেল বন্দী রয়েছেন ইসকন সন্ন্যাসী চিন্ময় দাস (Chinmoy Das)। রবিবার চিন্ময় দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়েরের আবেদন জানিয়েছে বাংলাদেশের ইউনূসপন্থী-জামাত সংগঠনগুলি। এই ঘটনাটিকে কেন্দ্র করে তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক মহল।
মোদীর আমলে ৬০ শতাংশ কমেছে রেল দূর্ঘটনা, রিপোর্ট রাজ্যসভায়
সম্প্রতি ইসকনের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়ে চলেছেন সেদেশের একাধিক মৌলবাদী নেতা। ইসকনকে নিষিদ্ধ করার ডাকও দেওয়া হয়েছে সেই সমস্ত মৌলবাদীদের সভাগুলি থেকে। এবার চিন্ময় দাসের ওপর আরও মামলা দায়ের পরিস্থিতিকে আরও বেগতিক করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল।
গত সপ্তাহে ইসকন সন্ন্যাসীর জামিনের শুনানি থাকলেও তা শেষ মূহুর্তে বাতিল হয়। তিনি কোনও আইনি সাহায্য পাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে চট্টোগ্রামের আইনজীবীমহল। এমন পরিস্থিতিতে তাঁর প্রাণের আশঙ্কা রয়েছে দাবি করা হয়েছে কলকাতা ইসকনের পক্ষ থেকে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারামন দাস তাঁর এক্স হ্যান্ডেলে মৌলবাদীদের ডাকা ইসকন নিষিদ্ধকরণের বিষয়টিকে তুলে ধরেছেন। এদিকে লাগাতার হিন্দু নির্যাতনের পাশাপাশি এবার ভারত বিদ্বেষের জিগির তুলে রাস্তায় যুদ্ধের আহ্বান জানাচ্ছেন বিএনপি নেতৃত্বকে।
In the past few days, fundamentalists in Bangladesh have been crisscrossing the country in private jets, delivering sermons calling for the extermination of ISKCON devotees and their supporters. This open call for genocide against minorities in Bangladesh is shocking, and the… pic.twitter.com/SUQphC08n7
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 8, 2024
তাঁদের দাবি, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ। এমন অবস্থায় সোমবার বিদেশ সচিব পর্যায়ের বৈঠক কতটা ফলপ্রসু হবে, তা নিয়েই সন্দিহান কূটনৈতিক মহল। আগামীকাল বিদেশ সচিব বৈঠক ফলপ্রসু না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করছে সাউথব্লক।
পশ্চিমী ঝঞ্ঝার মাঝে রাজ্যজুড়ে শীতের আমেজ, কলকাতায় কবে পড়বে জাঁকিয়ে শীত?
বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে প্রতিবেশি দেশটির শিল্পী-সাহিত্যিক মহলে। তবে পরিস্থিতির কথা বিচার করেই মুখে প্রতিবাদ করতে রীতিমতো ভয় পাচ্ছেন সেদেশের বিশিষ্টমহল।তবে ইসকন সন্ন্যাসী চিন্ময় দাসের (Chinmay Das) জেলবন্দী নিয়ে ইউনূস (Muhammad Yunus) সরকারকে প্রশ্ন করেছেন বাংলাদেশের (Bangladesh) প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।
কথা রাখলেন অস্কার, জয়ের ধারা অব্যাহত মশালবাহিনীর
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি কার্যত ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বলেন, কেউ যেন ন্যায় বিচার না পেয়ে জেলে বন্দী না থাকে। তাঁর বক্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। প্রধান বিচারপতি ইউনূসকে রাজধর্মের কথা মনে করিয়ে দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞমহল। গতকাল শুক্রবার চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ফারহাদ মাজহার।