Bangladesh News: ‘আমি আলাদিনের দৈত্য…গোটা বিশ্ব বদলে দিতে পারি: হুঙ্কার ইউনূসের

mohammad yunus
mohammad yunus praises women

ঢাকা: মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক ও সমাজকল্যাণ মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছিলেন মহম্মদ ইউনূস৷  ওই অনুষ্ঠানে তিনি জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া নারীদের ভূয়সী প্রশংসা করেন৷ তাঁদের ইতিহাস পরিবর্তনের নায়িকা উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস বলেন, “তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছ, সেটা ঐতিহাসিক ঘটনার চেয়ে কম নয়। এই ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে, তা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।” (mohammad yunus praises women)

 মেয়েরা শক্তিমান mohammad yunus praises women

এই অনুষ্ঠান থেকে মহম্মদ ইউনূস আরও বলেন, “পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু তা সম্পূর্ণ ভিন্ন৷ কেউ তোমাদের উদ্বুদ্ধ করেনি। তোমরা নিজেরা স্বতঃফূর্তভাবে এগিয়ে গিয়েছ। এটা তোমাদের নিজেদের হাতে তৈরি বিপ্লব।” মেয়েদের সর্বশক্তিমান বলে মন্তব্য করেন ইউনূস৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের মেয়েরা অসীম ক্ষমতাশালী। সারা দুনিয়ার মেয়েদের আমি বলতে চাই, তোমরা শক্তিমান। বাংলাদেশের মেয়েরা যে শক্তিটা দেখিয়েছে, অন্য দেশের মেয়েরা তা দেখাতে পারেনি। আমাদের আরও শক্তি আছে৷ এবার পৃথিবীর সামনে সেই দৃষ্টান্ত তৈরি করতে হবে।”

   

আলাদিনের দৈত্য mohammad yunus praises women

সেই সঙ্গে এদিন নিজেকে আলাদিনের জিনের সঙ্গেও তুলনা করেন ইউনূস৷ তিনি বলেন, “আলাদিনের চিরাগের কথা শুনেছ নিশ্চয়। প্রদীপ ছুঁলেই দৈত্য বেরিয়ে আসে। সে বলে হুকুম করুন৷ আমি সেই আলাদিনের দৈত্য৷ তোমাদের কাছে আলাদিনের চিরাগ আছে। তোমাদের শুধু সেই চিরাগ স্পর্শ করে হুকুম দাও৷ আমি তোমাদের হুকুমের অপেক্ষায় আছি৷ গোটা শহর গড়ে দেব৷ সেখানে তুমি বললে আমার খিদে লেগেছে, খেতে দাও। এই ভুল কোরো না।”

ইচ্ছে পূরণের শক্তি

সকলের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, “তোমার কাছে শক্তি আছে, যা ইচ্ছে তাই পূরণ করতে পারো। আমি সারা বিশ্বকে বদলে দিতে পারি। কিন্তু তুমি বলো না, আমার খিদে লেগেছে, খেতে দাও। তুমি বলো, গোটা বিশ্বকে খাওয়াও, আমাকেও খাওয়াও।”

Bangladesh: Mohammad Yunus lauds women in anti-discrimination movement at Dhaka event. Praises their historic role and calls them powerful. Urges global recognition of Bangladeshi women’s strength

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন