বলিউড অভিনেতা সইফ আলি খানের ঘরে ঢুকে খুনের চেষ্টার মতো পরিস্থিতি এবার বাংলাদেশে। হামলাকারী গুলি করল। জখম অভিনেতা আজাদ ও তার স্ত্রী।
ঢাকার নিকটস্থ সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে আজিজুর রহমান আজাদ নামে এক নাট্য অভিনেতাকে গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে দুজন হামলা করে। অভিনেতা আজাদের বাড়ির রান্না ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে তারা। আজাদ ও তার স্ত্রী বুঝতে পেরে বাইরে আসলে তিন রাউন্ড গুলি করা হয়। তার স্ত্রীকে রান্না করার কড়াই দিয়ে আঘাত করে আহতের পর পালিয়ে যায় দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তাদের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে।
স্থানীয় থানার ওসি নূর আলম সিদ্দিক বলেছেন, দুই দুর্বৃত্ত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোনো উদ্দেশে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে