বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রাম জেলায় শনিবার একটি বড় দুর্ঘটনা ঘটেছে। শনিবার এখানে একটি অক্সিজেন প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকায় অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর আগুন জ্বলতে দেখে লোকজন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে পাঁচটি দমকল কর্মীকে ডাকতে হয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।