Bangladesh: সম্প্রীতির লালন মেলায় দুই বাংলার বাউল একতারা সুরে ‘মনের মানুষ’ খুঁজছেন

যে খোঁজে মানুষে খোদা, সেই তো বাউল-এমন দর্শনেই জীবন পার করছেন ফকির লালন সাঁই। তিনি মানুষের ভেতরের মানুষকে চেনা এবং মানুষকে সাধন-ভজন করার জন্য জীবনভর…

short-samachar

যে খোঁজে মানুষে খোদা, সেই তো বাউল-এমন দর্শনেই জীবন পার করছেন ফকির লালন সাঁই। তিনি মানুষের ভেতরের মানুষকে চেনা এবং মানুষকে সাধন-ভজন করার জন্য জীবনভর যুদ্ধ করে গিয়েছেন।বাংলা সাহিত্য এবং বাউল দর্শনের এই প্রবাদ পুরুষ লালন সাইয়ের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে শুরু হচ্ছে ৩ দিনের স্মরণোৎসব।চলছে শেষ সময়ের সাজসজ্জা।বসেছে গ্রামীণ মেলাও।

   

তিরোধান দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে লালন মেলা, লালনের জীবনদর্শন, স্মৃতিচারণ করে আলোচনা সভা ও লালন সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের সহযোগিতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এবারের উৎসবে মূল প্রতিপাদ্য “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।

আয়োজনকে ঘিরে কালিগঙ্গা নদীর তীরে এরইমধ্যে বসেছে গ্রামীণ মেলা। তিন দিনের এ আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়াবাড়িতে জড়ো হয়েছেন সাধু-গুরু, বাউল ও ভক্ত-শিষ্যরা। স্মরণ উৎসব ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, “লালন মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।”

১৮৯০ খ্রিস্টাব্দে ১৭ অক্টোবর তৎকালীন অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালির ছেঁউরিয়ায় তিনি দেহ রাখেন।তাঁর মৃত্যুর পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই মেলা পরিচালনা করছে। বাংলা মাসের পয়লা কার্তিক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের তিরোধান দিবস পালন করা হয়।