HomeWorldBangladeshKalbaisakhi: ৮০ কিমি বেগে কালবৈশাখী আঘাতের সতর্কতা জারি

Kalbaisakhi: ৮০ কিমি বেগে কালবৈশাখী আঘাতের সতর্কতা জারি

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। তছনছ হতে পারে সীমান্ত এলাকার জনজীবন।

- Advertisement -

সপ্তাহান্তে কালবৈশাখীর (Kalbaisakhi) ছোবল! ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগ নিয়ে কালবৈশাখী আছড়ে পড়তে চলেছে। ক্ষয় ক্ষতির আশঙ্কা। এই ঝড়ের ফলে উপকূল এলাকায় সামুদ্রিক ঢেউ বড়সড় আকার নিতে পারে।

তীব্র দাবদাহ থেকে মুক্তি দিতে কালবৈশাখী যেমন ঝড় বৃষ্টি টেনে আনবে তেমনই ক্ষয় ক্ষতির আশঙ্কা থাকছে। এমনই সতর্কতা বাংলাদেশ আবহাওয়া বিভাগের। সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে। শনিবার রাত ১টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কতা জারি আছে

   

রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা।

বেশিরভাগ এলাকা ভারত সীমান্ত লাগোয়া। বিশেষত পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular