পুলিশ বলছে কেউ অপহৃত হয়নি। এমন কোনও তথ্য নেই। আর নিখোঁজ সাংবাদিকের কয়েকজন পরিচিত বলছেন সিআইডি তদন্তের দাবি করে কয়েকজন এসে ওই সাংবাদিককে তুলে নিয়ে গেছে। এদিকে নিখোঁজ সাংবাদিকের ফোন বন্ধ। সবমিলে তীব্র বিতর্ক বাংলাদেশে (Bangladesh)। নিখোঁজ সাংবাদিকের নাম শামসুজ্জামান। তিনি বাংলাদেশের সর্বাধিক আলোচিত সংবাদপত্র ‘প্রথম আলো’-তে কর্মরত। অভিযোগ, ওই সাংবাদিককে ‘গুম’ করা হয়েছে।
শামসুজ্জামান ভাড়া থাকতেন ঢাকার কাছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগানে। অভিযোগ, বু়ধবার ভোরে তাঁকে তুলে নিয়ে যায় কয়েকজন। ওই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, শামসুজ্জামানকে তুলে নেওয়ার সময় ওই বাড়ির মালিককে ডাকেন সিআইডি পরিচয়ধারী ব্যক্তিরা। তাঁরা বাড়ির মালিককে বলেন, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন এই অপহরণের কথা বললেও স্থানীয় পুলিশ ও সিআইডির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে এ বিষয়ে কিছু জানা নেই।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, জনা দশেক ব্যক্তি একসাথে এসেছিল। তারা নিজেদের সিআইডি বলে পরিচয় দেয়। তারপর সাংবাদিক শামসুজ্জামানকে অতি দ্রুত তুলে নিয়ে চলে যায়।
ঢাকা জেলার পুলিশ সুপার মহম্মদ আসাদুজ্জামান ও সিআইডির ঢাকা বিভাগের উপমহাপরিদর্শক মহম্মদ ইমাম হোসেন জানিয়েছেন,সাংবাদিক আটকের বিষয়ে জানা নেই।