হাসিনা করেছিলেন জামাত ‘নিষিদ্ধ’, ড. ইউনূসের সরকার দিচ্ছে আইনি স্বীকৃতি

জুলাই মাসে বাংলাদেশে (Bangladesh) চলছিল সরকারি চাকরিতে আসন সংরক্ষণের নিয়ম সংস্কারের দাবিতে প্রবল ছাত্র বিক্ষোভ। সেই বিক্ষোভে হিংসাত্মক পরিস্থিতি কায়েম ও নাশকতা ছড়ানোর অভিযোগ জামাত…

Jamaat-e-Islami Bangladesh is regaining legal recognition during the government of Dr. Yunus, হাসিনা করেছিলেন জামাত 'নিষিদ্ধ', ড. ইউনূসের সরকার দিচ্ছে আইনি স্বীকৃতি

জুলাই মাসে বাংলাদেশে (Bangladesh) চলছিল সরকারি চাকরিতে আসন সংরক্ষণের নিয়ম সংস্কারের দাবিতে প্রবল ছাত্র বিক্ষোভ। সেই বিক্ষোভে হিংসাত্মক পরিস্থিতি কায়েম ও নাশকতা ছড়ানোর অভিযোগ জামাত ইসলামি (Jamaat-e-Islami Bangladesh) দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাত জানিয়েছিল, ‘বুমেরাং হবে’। রক্তাক্ত আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শাসনে এবার জামাত ইসলামি আইনি স্বীকৃতি পাচ্ছে।

বাংলাদেশে একাধিক নাশকতা ও হিংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডে বারবার জামাত ইসলামি ও তাদের শাখা সংগঠন ইসলামি ছাত্র শিবির জড়িত। দলটির রাজনৈতিক নিবন্ধন আগেই বাতিল হয়েছিল। জানা যাচ্ছে মঙ্গলবার আইনি পথেই জামাত ইসলামির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হতে চলেছে। শেখ হাসিনার জমানায় বাংলাদেশ জামাত ইসলামি নিষিদ্ধ হয়েছিল। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের শাসনে জামাতের নিষেধাজ্ঞা কাটছে।

   

জন্মাষ্টমীর খরচ কমিয়ে ত্রাণ দান, কৃষ্ণ জন্মদিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বার্তা ড. ইউনূসের

জামাত ইসলামির নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেন মঙ্গলবারই আদেশটি প্রত্যাহার হবে। সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারে দলের নিযুক্ত আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তরগুলোতে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টালের সঙ্গে সিরিজ আলোচনা চালিয়েছেন।

জামাত ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। মন্ত্রক থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার যেহেতু সরকারি ছুটি (জন্মাষ্টমীর ছুটি), সেজন্য মঙ্গলবার নিষিদ্ধ আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা রাখছি। শিশির মনির বলেন, কেন জামাতকে নিষিদ্ধ করা হলো সেটা আমরা জানি না। মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ফ্যাসিবাদি হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে। যেখানে জামাত ইসলামি সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।