বিয়ে করা বিয়ে ভাঙাতে রীতিমতো অন্তস্থ বাংলাদেশ ও টলিউডের জনপ্রিয় নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমণি। চতুর্থ বিয়ের আগে মাদক মামলায় জেল খেটে আসার পর হঠাৎ নিজেকে (Porimoni) সন্তানসম্ভবা বলে দাবি করেন। তারপর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরী। যথারীতি পরীর চতুর্থ বিয়ে টেকেনি। এবার তিনি কি পঞ্চম বিয়ের পথে?
সীমান্তের দুই পারে অগনিত পরী ভক্তদের মধ্যে প্রশ্ন নতুন বিয়ের আগেও কি শামসুন্নাহার স্মৃতি পরীমণি সন্তানসম্ভবা? ঢালিউড ও টলিউডে তীব্র আলোচনা ভালোবাসার দিন (২১ ফেব্রুয়ারি) নতুন বিয়ের ঘোষণা করতে পারেন পরীমণি।
কার সঙ্গে ফের বিয়ে? যাবতীয় গুঞ্জনের কেন্দ্রে বাংলাদেশের সঙ্গীত শিল্পী শেখ সাদী। নিজের ভেরিফায়েড ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন।ক্যাপশনে ইংরেজিতে লেখেন ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’। এরপরেই সাদী ও পরীর বিয়ে গুঞ্জন তীব্র।
সম্প্রতি খুনের চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে। এরপর নায়িকা পরীমণির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার। প্রশ্ন ওঠে, পরীমণির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে। জানা গেছে, সেই সংগীতশিল্পীর নাম শেখ সাদী। মূলত পরীমণির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। নিয়মিত পরীর সঙ্গে সাদীর দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন! যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই। এবার সাদীর পোস্ট ঘিরে গুঞ্জন তীব্র।
পরীমণির জীবনে স্বামীর ছড়াছড়ি। তার সন্তানের পিতা অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তীব্র দাম্পত্য কলহের পর বিয়ে ভাঙে। পরীমণি পরে এক কন্যা সন্তানকে দত্তক নেন।