ইউনূস সরকার জানাল ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা চলছে

সম্প্রতি ইসকন (ISKCON) বাংলাদেশের (Bangladesh) ‘বহিষ্কৃত’ নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার কেন্দ্র করে বাংলাদেশ-ভারত কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।…

Government Chief Advisor Muhammad Yunus Calls for Constitutional Reforms in Bangladesh

সম্প্রতি ইসকন (ISKCON) বাংলাদেশের (Bangladesh) ‘বহিষ্কৃত’ নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার কেন্দ্র করে বাংলাদেশ-ভারত কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। এই বিতর্কে এবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিস্ফোরক দাবি, ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা চলছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা (পররাষ্ট্র উপদেষ্টা) তৌহিদ হোসেন বলেছেন ভারতের  মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে।

   

বাংলাদেশের অন্যতম সংবাদপত্র ‘ইত্তেফাক’ জানাচ্ছে রবিবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তৌহিদ হোসেন এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার।তিনি বলেন, এটি দুদেশের কারও জন্য সুখকর হবে না।

তিনি বলেছেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার।

বাংলাদেশের বিদেশ উপদেষ্টা বলেছেন গত ৫ আগস্টের পর দেশে অল্প কয়েক দিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে।