নয়াদিল্লি: দু’দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার বাংলাদেশ সফরে যান ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী৷ সেখানে দ্বিপাক্ষিক আলোচনা সারেন তিনি৷ মিস্রীর ঢাকা সফরের পর সে দেশের অন্তর্বর্তী সরকারের আশা, আগামী দিনে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সংখ্যা বৃদ্ধি পাবে। বিদেশসচিব নিজেও বৈঠকে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে দাবি মহম্মদ ইউনূল সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। (Indian Foreign Secretary visit)
যমুনার সামনে সাংবাদিক বৈঠক Indian Foreign Secretary visit
সোমবার দুপুরে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বিক্রম মিস্রী। টানা দু’ঘণ্টা উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব। ওই বৈঠকের আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ৷ এই বিষয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে দিল্লি৷ বৈঠক শেষে ইতিবাচক বার্তাই সামনে আসে৷
আশ্বস্ত করেছেন মিস্রী Indian Foreign Secretary visit
মিস্রী-ইউনূস বৈঠক শেষে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা। তিনি বলেন, “বিক্রম মিস্রী আমাদের আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়াতে যথাযথ পদক্ষেপ করা হবে।” ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সৈয়দা।
Bangladesh: Indian Foreign Secretary Vikram Misri’s visit to Bangladesh sparks hope for increased visa numbers amid diplomatic tension. Positive indications reported by Bangladesh advisor Syeda Rizwana Hasan.