‘x’ দেশে হাসিনার ঠাঁই! আরব দুনিয়ার কোন দেশ?

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: অনেকদিন দেশছাড়া আমি। থাকি ঝাঁ-চকচকে বৈভবশালী মরুদেশ কাতারে। বিরাট আরব বিশ্বের অধীন ক্ষুদ্র এই দেশটি বরারবর বিশ্বের বহু রাজনৈতিক ঘটনার মোড়…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: অনেকদিন দেশছাড়া আমি। থাকি ঝাঁ-চকচকে বৈভবশালী মরুদেশ কাতারে। বিরাট আরব বিশ্বের অধীন ক্ষুদ্র এই দেশটি বরারবর বিশ্বের বহু রাজনৈতিক ঘটনার মোড় ঘুরিয়েছে। বেলা গড়াতেই পড়শি দেশগুলির বন্ধুদের মেসেজ ও খবরের ব্রেকিং-শেখ হাসিনা (SheiKh Hasina) আসছেন? আরব দুনিয়ায় হবে ঠাঁই?

হাসিনার বিষয়ে কাতার সরকার নীরব। তবে সূত্র মারফত জানতে পারছি, হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে কিছুটা আলোচনা হয়েছে। সেক্ষেত্রে কাতার কী ভূমিকা নেবে আশ্রয়দাতা নাকি মধ্যস্থতাকারী, তা নিয়ে চরম কৌতুহল।

   

Kolkata 24×7 এর মধ্যপ্রাচ্যের বিশেষ সংবাদদাতা সুজানা ইব্রাহিম মোহনা। তিনি বিশ্ব রাজনৈতিক উত্থান পতনের অন্যতম কেন্দ্র কাতারের রাজধানী দোহা শহরে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁর রিপোটার্জ পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেন।

অনেক রাষ্ট্রক্ষমতাচ্যুত, হতভাগ্য রাজনৈতিক ব্যক্তিত্বের ঠিকানা হয়েছে পারস্য ও লোহিত সাগরের তীরবর্তী দেশগুলি। এবার কি এই তালিকায় নাম উঠবে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা? গত ৪ আগস্ট পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের দোর্দণ্ডপ্রতাপশালিনী। আর ৫ আগস্ট থেকে দেশত্যাগী-ভারতে আশ্রিত।

এক যুগের বেশি হয়ে গেল আমিও বাংলাদেশ থেকে দূরে আছি। কর্মসূত্রে কাতারে থেকে যেতে হয়েছে। ভুলতে হয়েছে ছটি ঋতুর আসা-যাওয়া। কাতারের ভিতর বর্ষা-শরতের কোনো অনুভূতি নেই। বঙ্গ জীবনে যাহা সত্যি তাহা তো কাতারি-জীবনে নয়। এরকমই শুকনো আরব দেশে জলে ভেজা বাংলাভূমির হাসিনার সম্ভাব্য গমন নিয়ে শোরগোল।

বাংলাদেশে সরকারি চাকরিতে আসন সংরক্ষণ নিয়মের সংস্কার চেয়ে ছাত্র আন্দোলন দমনে ব্যর্থ শেখ হাসিনা। তাঁর নির্দেশে আন্দোলন দমনে গুলি চলেছিল। ছশোর বেশি নিহত বলে রাষ্ট্রসংঘ একটি হিসেবে দিয়েছে। তবে ঠিক কতজন নিহত ও অন্ধ সেই পরিসংখ্যান স্পষ্ট নয়। আন্দোলনকারীরা দাবি তুলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দিতে হবে। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। দেশত্যাগী হাসিনা ভারতে অতি সুরক্ষিত আশ্রয়ে আছেন। তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।

ভারতে আপাতত শেখ হাসিনা থাকলেও তাঁকে অন্য একটি দেশে পাঠানোর বিষয়ে উদ্যোগ চলছে। কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শুক্রবার (৩০ আগস্ট) পর্যন্ত শেখ হাসিনা নিজে কোনও দেশে থাকার জন্য ‘লিখিত আবেদন’ করেননি। তাঁর হয়ে মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি দেখছে ভারত সরকার।

যখন বাংলাদেশ থেকে চলে এসেছিলামা তখন শেখ হাসিনার শাসন চলছিল। এখন তিনি দেশছাড়া। তাঁর দল আওয়ামী লীগ ছন্নছাড়া। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখলের আসন্ন মূল লড়াই হতে চলেছে বিএনপি ও জামাত ইসলামির মধ্যে। গণবিক্ষোভে হাসিনার দেশত্যাগ ও বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্ত। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু নির্বাচন করা হবে। ভোটের আগে ফের দেশে ফিরতে মরিয়া চেষ্টা করতে পারেন শেখ হাসিনা।