কলকাতা: দু’দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই সোমবার ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত-বাংলাদেশ৷ ঢাকায় যখন বিদেশ সচিব পর্যায়ে হাই প্রোফাইল বৈঠক চলছে, তখন রাজধানীর রাজপথে ওঠে ভারতবিরোধী স্লোগান৷ ভারতীয় জিনিস বয়কটের ডাক দেয় উগ্র মৌলবাদীরা৷ শুধু তাই নয়, ভারতের একাধিক রাজ্য দখল করার হুঁশিয়ারিও দেওয়া হয়৷ এরই মধ্যে পদ্মাপাড়ের কট্টরপন্থীদের উস্কানি দিয়ে তাদের পরমাণু বোমা দিয়ে সাহায্যের আশ্বাস দিল পাকিস্তান৷ বাংলাদেশের কট্টরপন্থীদের লাগাতার শাসানির মাঝে পাক ধর্মগুরুর এই বার্তা রীতিমতো শোরগোল পড়েছে৷ (India-Bangladesh diplomatic tensions)
বাংলাদেশে উগ্রবাদীদের উৎপাত India-Bangladesh diplomatic tensions
হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে মথাচাড়া দিতে শুরু করে উগ্রবাদীরা৷ ভারত বিরোধী সুর চড়ানোর পাশাপাশি সখ্য বাড়তে শুরু করেছে পাকিস্তানের সঙ্গে৷ নতুন সম্পর্কের এই সমীকরণ যে ভারতের জন্য হিতকর হবে না, সেই জল্পনা ছিলই৷
ভারতের সাহায্য নিয়েই একসময় স্বাধীন হয়েছিল বাংলাদেশ৷ জন্মভূমিকে নতুন ভাবে পেয়েছিল ওপাড় বাংলার মানুষ৷ তবে তার জন্য ভারতের প্রতি আর কোনও আনুগত্য নয়, বরং শত্রু বলে গণ্য করছে তারা৷ বাংলাদেশের কট্টরপন্থীদের ‘বন্ধু’ এখন পাকিস্তান। আর ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ চালাতে বাংলাদেশকে হাতিয়ার করছে ইসলামাবাদ। রীতিমতো যুদ্ধের জিগির উস্কে পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মগুরু এদিন বলেন, ‘বাংলাদেশের ভাইদের বলতে চাই, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব।’
কলকাতা দখলের হুমকি India-Bangladesh diplomatic tensions
সোমবার ভারত ও বাংলাদেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠকে সে দেশে সংখ্য়ালঘুদের উপর হামসার ঘটনার প্রসঙ্গও ওঠে৷ ভারত যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কই বজায় রাখতে চায়, সেই বার্তাও দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। বৈঠক শেষে তিনি জানান, ‘আমি জোরের সঙ্গে বলছি, বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক এবং উভয়ের ক্ষেত্রে লাভজনক সম্পর্ক বজায় রাখতে চায়। আমরা অতীতেও এই সম্পর্ক বজায় রেখেছি৷ আগামীতেও জনগণকেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে চাই’। ঢাকায় দাঁড়িয়ে নয়াদিল্লির বার্তার পৌঁছে দিলেও, সেদেশের উগ্রবাদী নেতৃত্বের বক্তব্যে কোনও বদল আসেনি৷ উল্টে এসেছে পাকিস্তানের ইন্ধন৷
Bangladesh: Amid India-Bangladesh diplomatic tensions, high-profile bilateral talks held in Dhaka. Extremists protest, call for boycott of Indian goods. Pakistan promises nuclear support to Bangladeshi extremists.