Bangladesh: রাসেল ভাইপার আতঙ্কের মাঝে গোখরো হানা, চলন্ত ট্রেনে ফনা তুলে দুলছে বিষধর

     বর্ষার আগমণ হতেই চন্দ্রবোড়া তথা রাসেল ভাইপার আতঙ্কে কাঁপছে বাংলাদেশের (Bangladesh) প্রায় সবকটি জেলা ও উপজেলা। এই আতঙ্কের মাঝে এবার গোখরোর হানা। চলন্ত…

  

 

বর্ষার আগমণ হতেই চন্দ্রবোড়া তথা রাসেল ভাইপার আতঙ্কে কাঁপছে বাংলাদেশের (Bangladesh) প্রায় সবকটি জেলা ও উপজেলা। এই আতঙ্কের মাঝে এবার গোখরোর হানা। চলন্ত ট্রেনে ফনা তুলে দুলছে গোখরো। ভয়াবহ এই দৃশ্য।

   

সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ট্রেন ছুটছে। ট্রেনের ছাদ থেকে ঝুলছে গোখরো। ট্রেনটি বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস। এই ট্রেনের একটি বগির ছাদে সাপের দেখা মিলেছে। এইচ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করে কট্রেনের স্টাফকে জানান যাত্রীরা ট্রেনের ছাদে সাপ উঠে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে স্টেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। ট্রেনটি কিসমত স্টেশন পার হলে একটি বগির ছাদে সাপটির উপস্থিতি দেখতে পান যাত্রীরা। ট্রেনটি গভীর রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাতেই রেল কর্মীরা সাপ খোঁজাখুঁজি করেন। তবে সাপটি মেলেনি।

কোথা থেকে ট্রেনের ছাদে সাপটি উঠে পড়ে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে যাত্রাপথে কোনওভাবে ছাদে উঠে পড়লেও ফের নেমে পড়েছে সাপটি। স্টেশন মাস্টার নিরঞ্জন রায় ট্রেনে সাপের উঠে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরো সাপ।