Bangladesh: পশ্চিমবঙ্গে পাচারের ঠিক আগে কোটি টাকার চোরাই সোনার বিস্কুট উদ্ধার

বাংলাদেশ (Bangladesh) থেকে গোপনে সীমান্ত পার করে পড়শি দেশ ভারতে সোনা পাচার চলছিল। সীমান্ত পার করার কিছু আগে চোরাই সোনা বাজোয়াপ্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

Diwali Gold price

বাংলাদেশ (Bangladesh) থেকে গোপনে সীমান্ত পার করে পড়শি দেশ ভারতে সোনা পাচার চলছিল। সীমান্ত পার করার কিছু আগে চোরাই সোনা বাজোয়াপ্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধরা পড়েছে পাচারকারী।

বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরার লাগোয়া সীমান্তের ওপারে পড়শি দেশের পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনা জেলা।  এই সীমান্ত অঞ্চল দিয়ে কোটি কোটি টাকার সোনা পাচার হয়।

   

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ছয়টি সোনার বারসহ রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। শনিবার (৯ নভেম্বর) সকালে কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রক্ষীরা স্থানীয় গোয়ালচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। ভ্যানে চেপে সীমান্ত এলাকায় যাওয়ার সময় রাশেদুল ইসলামকে আটক করা হয়। তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।