রক্তাক্ত বাংলাদেশ থেকে ‘শেখ হাসিনাকে উদ্ধার করা হয়েছে’ সংবাদে বিশ্বজোড়া আলোড়ন

সরকারি চাকরিতে কোটা বিতর্কের জেরে পড়ুয়াদের আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে গণবিক্ষোভে বাংলাদেশ রক্তাক্ত। গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি সর্বাধিক ভয়াবহ আকার নেয় গত বৃস্পতিবার…

Photograph of Sheikh Hasina, Prime Minister of Bangladesh, standing at a podium during a public address.

সরকারি চাকরিতে কোটা বিতর্কের জেরে পড়ুয়াদের আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে গণবিক্ষোভে বাংলাদেশ রক্তাক্ত। গত এক সপ্তাহ ধরে এই পরিস্থিতি সর্বাধিক ভয়াবহ আকার নেয় গত বৃস্পতিবার থেকে। শুক্রবার ও শনিবার ছিল প্রবল সংঘাতময় দিন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার ইন্টারনেট সংযোগ কেটে দেয়। নামানো হয় সেনা। কারফিউ জারি হয়েছে। রক্তাক্ত বাংলাদেশের এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর আর দেখা যায়নি। ফলে রটে যায় তিনি দেশত্যাগী হয়েছেন। একটি প্রথম সারির ভারতীয় সংবাদ মাধ্যমে ইঙ্গিতে লেখা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এয়ারলিফ্ট করা হয়। তিনি অজানা গন্তব্যে চলে গেছেন। ইঙ্গিতে বলা হয় তাঁকে ভারতে আনা হয়েছে।

India Today Ne সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত “Indian students flee Dhaka amid violent clashes, PM Sheikh Hasina airlifted” সংবাদে বিশ্ব জুড়ে আলোড়ন ছড়ায়।

   

Fact Check 1
স্পর্শকাতর এই সংবাদটির উৎস খুঁজে Kolkata 24×7 দেখতে পায় ফ্রান্সে থাকা এক প্রবাসী বাংলাদেশি পিনাকী ভট্টাচার্য, যিনি প্রবল শেখ হাসিনা বিরোধী কুমন্তব্য করে চলেছেন তিনি ওই সংবাদটি তাঁর ফেসবুক পোস্টে দিয়ে লিখেছেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী পলাতক। তাঁর পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। এতেই আলোড়ন বাড়ে। পরে তারই একাধিক গুণমুগ্ধ ভক্তরাই মন্তব্য করে বিষয়টির সত্যতা যাচাই করতে বলে। চাপে পড়ে ওই ব্যক্তি পরে লেখেন ভারতীয় ওই সংবাদ সাইটে প্রকাশিত খবরটি আর দেখা যাচ্ছে না।

রক্তাক্ত বাংলাদেশ থেকে ‘শেখ হাসিনাকে উদ্ধার করা হয়েছে’ সংবাদে বিশ্বজোড়া আলোড়ন

Fact Check-2
India Today Ne সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত “Indian students flee Dhaka amid violent clashes, PM Sheikh Hasina airlifted” সংবাদটির লিংক খুললে ‘404 Not Found’ দেখাচ্ছে।

Google সার্চ করে দেখা যাচ্ছে সংবাদটির সারাংশ- “The protests grew, with university students and families of the deceased uniting, armed with sticks. Amidst this chaos, reports confirmed that Prime Minister Sheikh Hasina was allegedly airlifted from her residence in Dhaka. Her current whereabouts remain unknown, as per reports. 3 hours ago” -তবে রক্তাক্ত অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে দেশটির প্রধানংন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধার করা সংক্রান্ত এমন একটি সংবাদ লেখা হয়েছিল। সেটি আর পড়া যাচ্ছে না।

Fact Check 3
বাস্তবে কী পরিস্থিতি? রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কোটা ব্যবস্থা প্রায় বাতিল। রায় অনুসারে এবার ৯৩ শতাংশ সরকারি চাকরি হবে মেধার ভিত্তিতে। ৭ শতাংশ সংরক্ষণ আছে। এই রায় প্রকাশের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী দৈনিক ‘ইত্তেফাক’ তাদের ফেসবুক পেজে শেখ হাসিনার একটি ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়- “প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২১ জুলাই ২০২৪) প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা প্রদান করেন ।”

বয়কট ইন্ডিয়া ব্যর্থ হতেই বাংলাদেশে কোটা আন্দোলন!

Kolkata 24×7 জানতে পারছে শেখ হাসিনাকে নিয়ে একটি গুজব ছড়ানো হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপদেই আছেন।