ডিমের দাম সেঞ্চুরি পার করে ডবল সেঞ্চুরির দিকে হুহু করে ছুটছে। বাংলাদেশে (Bangladesh) ফের ডিম হাহাকার। বর্ষার মরশুমে এমনিতেই কাঁচা সবজি অগ্নিমূল্য। মাছ-মাংস কেনার সামর্থ নেই এমন পরিবারগুলি ডিমে ভরসা করেন। তবে ডিমের দাম (Egg Price Hike) শুনে ভিরমি খাওয়ার জোগাড়।
ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম সবকটি বিভাগেই ডিম মহার্ঘ্য। ঢাকায় খুচরা পর্যায়ে ক্রেতাকে ডিমের ডজনে গুনতে হচ্ছে ১৫০ টাকা। পাইকারিতে ডিমের পিস প্রতি বিক্রি হচ্ছে ১১ টাকা ৫০ পয়সা। পাড়া-মহল্লার দোকানে এক ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।
ডিমের নাম শুনে আতঙ্কিত ক্রেতারা। চড়ছে মুরগির বাজার। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দামের দৌড়ে ডিম আর মুরগি দুটোই সমানে পাল্লা দিচ্ছে।
সরবরাহ কম হওয়ার অজুহাতে সাতদিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত ১৫ টাকা। আলুর কেজি ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা লঙ্কা কেজি ঠেকেছে ১৬০-২০০ টাকায়। পেঁপের কেজি ৭০-৮০, বেগুনের কেজি ৮০ টাকা নেয়া হচ্ছে। পটল, ঢ্যাঁড়সের কেজি ৬০ টাকা। তবে কচুর লতি, বরবটি, কাঁকরোল বিক্রি হচ্ছে আরও ২০ টাকা বেশি দরে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের মৌসুম যত শেষের দিকে যাচ্ছে, দাম তত বাড়ছে। আগামীতে এ দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা বলা যাচ্ছে না।আদা-রসুনের দাম উর্ধমুখী।