Bangladesh: চিনির রসের দুর্গা দেখতে পুজোর আগেই সাতক্ষীরায় ভিড়

দুর্গাপুজোর বাকি সপ্তাহ দেড়েক। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল বাঁধার কাজ। শিল্পীরা মগ্ন প্রতিমা গড়ার কাজে। শাড়ি, গহনা দিয়ে সাজছে দুর্গা সহ বিভিন্ন দেবদেবী। তবে শারদ…

Durga Puja 2025: Police and Administration Issue Fresh Guidelines to Prevent Mishaps at Pandals

দুর্গাপুজোর বাকি সপ্তাহ দেড়েক। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল বাঁধার কাজ। শিল্পীরা মগ্ন প্রতিমা গড়ার কাজে। শাড়ি, গহনা দিয়ে সাজছে দুর্গা সহ বিভিন্ন দেবদেবী। তবে শারদ উৎসবের আগে ব্যতিক্রমী এক প্রতিমা গড়া হচ্ছে সাতক্ষীরায়। ইতিমধ্যেই যা নজর কেড়েছে সবার। ধানের এই প্রতিমা দেখতে পুজোর আগেই ভিড় করছে শতশত মানুষ। পুজো কমিটি জানিয়েছে, মাটির অবয়বের ওপরেই একটা একটা করে ধান গেঁথে তৈরি করা হয়েছে ‌প্রতিমা। টানা এক মাসের পরিশ্রমে ১৮ টি প্রতিমা তৈরি হয়েছে। বাকি কাজ শেষ পর্যায়ে। চিনি গোলা ধানের কারুকার্য দেখে মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো।

স্থানীয় এক বাসিন্দার কথায়, প্রতিবছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তাই এবারে করেছি ধানের ঠাকুর। আমরা চাই সমস্ত দেশবাসী আমাদের প্রতিমা দেখে আনন্দ উপভোগ করুক। এবারে প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয়েছে, ১০০ কেজি চিনিগোলা ধান। প্রতিমা শিল্পীদের পারিশ্রমিক হিসেবে লাখ টাকার চুক্তি থাকলেও, লেগেছে আরও বেশি। এই উৎসবে ভিড় সামাল দিতে তৈরি পুলিশ প্রশাসন।

   
Advertisements