ভারত থেকে গোরু চোরাচালান প্রায় বন্ধ। পশ্চিমবঙ্গের দিক থেকে সীমান্ত পার করিয়ে আনা গোরু না এলেও বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ বাজারে যে গোরুর আকাল পড়ার আশঙ্কা ছিল ততটা হয়নি। যোগান আছে তবে গোরুর মাংস কেনার খদ্দেরই নেই বাজারে। বাংলাদেশে হলটা কী!
রমজান মাসের আগে দেশীয় কোনও বাজারেই ক্রেতা তেমন নেই। সেই ধাক্কা লেগেছে গোরুর মাংসের বাজারে।প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্য থেকে শুরু করে মাছ-মাংসের দাম। ক্রয় ক্ষমতাও অনেক কমে গেছে। তারই প্রভাব পড়েছে বাজারগুলিতে।
দাম বাড়ার কারণে ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ক্রেতা নেই। দোকান খুলে মাংস ঝুলিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা। এমনই ছবি ঢাকার কারওয়ানবাজার, কাপ্তানবাজার, কাজীপাড়া, মিরপুর, যাত্রাবাড়ী, সিদ্দিকবাজারে।
শুধু গোরু নয় খাসি, মুরগি সহ সব ধরনের বাজারে দাম চড়া। কোনও মাংসের বিক্রি তেমন নেই। মাংসের পাশাপাশি অন্যান্য পণ্যের দামও বেড়েছে। আর ক্রেতা না থাকায় মাংস কাটার পর তা বিক্রি না হওয়ায় লোকসানের হার চড়ছে চড়বড়িয়ে।