Bangladesh: ট্রাম্পের নির্দেশে বাংলাদেশে বিপুল মার্কিন ডলার সাহায্য বন্ধ হচ্ছে

বাংলাদেশ (Bangladesh) প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়তে চলল। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য তহবিলে ব্যাপক কাটছাঁট। মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিপুল ডলার…

bd govt enforces zero tolerance on communal attacks

বাংলাদেশ (Bangladesh) প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়তে চলল। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য তহবিলে ব্যাপক কাটছাঁট। মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিপুল ডলার সাহায্য বন্ধ হতে চলেছে।এই তালিকায় আছে আরও কয়েকটি দেশ।

বাংলাদেশের মতো আর্থিক দূর্বল দেশের পক্ষে মার্কিন সাহায্য বন্ধ দেশটির পক্ষে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। সংকট মোচন করতে পারবেন কি নোবেল জয়ী অর্থনীতিবিদ তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস? (Donald Trump’s executive order is cutting off huge US dollars in aid to Bangladesh)

   

গতবছর বাংলাদেশে গণবিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতন হয়। রক্তাক্ত গণবিক্ষোভের পর মুহাম্মদ ইউনূস হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশের অভ্যন্তর এখনও অশান্ত। বাড়ছে আর্থিক সংকট। অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার করা হয়েছিল।

দেশটির দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত চালিয়েছে। তদন্তে উঠে এসেছে শেখ হাসিনার আমলে বিপুল সম্পদ পাচার হয়েছিল। এর ধাক্কা লেগেছে বাংলাদেশের আর্থিক খাতে। সেই ধাক্কা সামলানোর মাঝেই মার্কিন আর্থিক সাহায্য বন্ধের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প।

ঢাকার সংবাদ মাধ্যমের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই সহযোগিতা বন্ধের বিষয় প্রকাশ্যে আসে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশ পাঠানো হয়েছে।

ফাঁস হওয়া এই নথি অনুযায়ী, আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে, সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের বিদেশনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়েও দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য ৬৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা বিশ্বে সর্বোচ্চ।