ভোরেই ভাইপো গ্রেফতার, দিল্লিতে খবর পেলেন পিসি হাসিনা

Bangladesh's Interim Government Suspends All Administrative Activities of Awami League

Sheikh Hasina: ভোরেই অভ্যাস অনুযায়ী শেখ হাসিনা শয্যা ত্যাগ করেন। ধর্মীয় মতে প্রার্থনা করেন। তিনি সুচিত্রা মিত্রর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ও পান্নালালের কণ্ঠে শ্যামাসঙ্গীতের অনুরাগী। খানিক্ষণ গান শোনেন। রাজনৈতিক অভিজাত এলাকা লুটিয়েন্স দিল্লির একটি বাংলোয় থাকেন শেখ হাসিনা। ভাইপোকে ধরে নিয়ে গেছে পুলিশ ঘুম থেকে উঠেই এখবর পেলেন বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। তিনি গত ৫ আগস্ট থেকে ভারত সরকারের আশ্রিত।

শনিবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার ফুফাতো (খুড়তুতো) ভাইয়ের পুত্র সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেফতার করেছে। তিনি শেখ হাসিনার ভাইপো। তার পিতা প্রাক্তন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

   

ঢাকা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে গুলশান-২ এলাকা থেকে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন আব্দুল্লাহকে গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়। মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধেও শতাধিক হত্যা মামলা ও গণহত্যার মামলা দায়ের করা হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন