“জয় বাংলার দিন শেষ, এখন থেকে শুধু আল্লাহু আকবর!” রাজধানীর রাজপথে মাইক হাতে এক মৌলবাদী নেতা এই ঘোষণা দিলেন, আর তার পিছনে হাজারো কণ্ঠ সেই স্লোগানে সাড়া দিয়ে উঠল। এটি কোনো গোপন বৈঠক নয়, কোনো অন্ধকার গলির কথা নয়; সরাসরি মিডিয়ার ক্যামেরার সামনে, দিনদুপুরে, রাষ্ট্রের চোখের সামনে। ভিডিওটি মুহূর্তে ভাইরাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলে এই কথাই বলেন এক হাসিনা বিরোধী।
বিক্ষোভকারীদের মতে আগামী মাসের ১৭ তারিখে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বিক্ষোভকারীদের মতে হাসিনা রাষ্ট্র বিরোধী তার এই রাষ্ট্রে কোনও জায়গা নেই। শুধু তাই নয় একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তারা বলেছে যে মোদীও এই একই ভাবধারার।
তারা বাংলাদেশকে ভিখারি মনে করে। তবে দেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণের স্লোগান ‘জয় বাংলা’কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে একটি ধর্মীয় স্লোগানকে রাষ্ট্রীয় পরিচয়ের বদলে বসানোর এই দাবি শুধু উস্কানি নয়, এটি একটি স্পষ্ট হুমকি।
১ লক্ষ টাকার বেশি বেতন চাই? আজই ব্যাংক অফ ইন্ডিয়ার এই নিয়োগের জন্য আবেদন করুন
দেশের সাংস্কৃতিক পরিচিতি, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত। শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে এই ঘটনা ঘটে। আয়োজক ছিল ‘তৌহিদি জনতা’ নামে পরিচিত একটি চরমপন্থী গোষ্ঠী, যারা আগেও হেফাজতের ছত্রছায়ায় বিভিন্ন সময়ে উগ্র বক্তব্য রেখেছে। মিছিলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হকের ঘনিষ্ঠ বলে পরিচিত জনৈক আব্দুর রহিম।
তিনি মাইকে বলেন, “এই দেশে আর জয় বাংলা চলবে না। যারা জয় বাংলা বলে তারা মুক্তিযুদ্ধের নামে ভারতের দালালি করে। এখন থেকে এই রাজপথে শুধু আল্লাহু আকবর ধ্বনিত হবে। যারা মানবে না, তাদের জন্য এই দেশে ঠাঁই হবে না এবং তাদের অবস্থাও হাসিনার মত হবে।” তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিছিলের সামনের সারিতে থাকা শত শত যুবক আল্লাহু আকবর’ স্লোগানে ফেটে পড়ে।
কয়েকজনের হাতে ছিল কালো পতাকা, যার ওপর সাদা অক্ষরে লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এর পিছনে রয়েছে একটি সুপরিকল্পিত উগ্রবাদী এজেন্ডা, যা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। রাজনৈতিক বিষেলোকদের মতে গত চার মাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অন্তত ১৭টি অনুরূপ মিছিল হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলা ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করা হয়েছে।
গত সপ্তাহে খুলনায় একটি স্কুলের সামনে ‘জয় বাংলা’ ব্যানার ছিঁড়ে ফেলার ভিডিও ভাইরাল হয়। এর আগে চট্টগ্রামে একটি মাদ্রাসার ছাত্ররা ‘জয় বাংলা’ বলায় এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই সব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ দর্শকের ভূমিকায়।

