বাংলাদেশের (Bangladesh) চলচ্চিত্র তারকা শাকিব খানের (Shakib Khan) বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন রহমত উল্লাহ নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিক। তিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক বলে দাবি করেছেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এই মানহানির মামলা করেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ মার্চ অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি এই প্রযোজক ঢাকায় এসে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় নেমে পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে সেই অভিযোগপত্রে উল্লেখ করেন রহমত উল্লাহ।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে এই প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দুটি মামলা করেছেন শাকিব খানও। রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আর একটি মামলা করেন শাকিব খান।
রহমত উল্লাহ বলেন, আইনের প্রতি শতভাগ আমার আস্থা রয়েছে বলেই আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছি। শাকিব খানের করা একটি মিথ্যা মামলায় আদালত আমাকে জামিন দিয়েছে। শাকিব খান আমার বিরুদ্ধে যেসব মিথ্যা গল্প তৈরি করেছে তা আইনিভাবেই আমি মোকাবিলা করব। তাই আমি এই মানহানি মামলাটি করেছি। আমার বিশ্বাস আমি সুবিচার পাব।