ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সশস্ত্র হামলা, বাংলাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ঘিরে চিকিৎসক ও সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ তুঙ্গে। আর ঢাকা মেডিকেল কলেজে (Dhaka Medical College) সশস্ত্র হামলার জেরে…

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ঘিরে চিকিৎসক ও সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ তুঙ্গে। আর ঢাকা মেডিকেল কলেজে (Dhaka Medical College) সশস্ত্র হামলার জেরে বাংলাদেশে (Bangladesh) প্রবল আলোড়ন। শনিবার গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগে হামলা হয়। হামলাকারীদের রুখতে সেনা নামানো হয়। তীব্র আতঙ্কের মাঝে এবার বাংলাদেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি শুরু হল।

বিবিসির খবর, বাংলাদেশের সব হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউনে’র ঘোষণা করেছেন চিকিৎসকরা। তবে,জরুরি সেবাদান অব্যাহত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সারা দেশে সরকারি-বেসরকারি সকল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা।

   

হাসপাতালে সশস্ত্র হামলার পর রবিবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল আহাদ। তিনি বলেছেন, “আমরা বাধ্য হয়ে নিরাপত্তার জন্য আজ থেকে সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছি।”

বাংলাদেশে তীব্র গণবিক্ষোভে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এরপর থেকে দেশটিতে অরাজক পরিস্থিতি চলছে। নেবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক নিরাপত্তা দিতে ব্যর্থ বলে তীব্র সমালোচিত।

বাংলাদেশ সংবাদ সংস্থা জানাচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে এক গোষ্ঠির সদস্যরা আরেক গোষ্ঠির কয়েকজনকে কুপিয়েছে। ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চাপাতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। ঢাকা মেডিকেলের জরুরি বিভাদে সেনাবাহিনী ঢুকে পরিস্থিতি সামাল দেয়।

জানা গেছে, ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছিল। পরে অন্য আরেকটি গোষ্ঠি চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। হামলাকারী চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

অন্য একটি ঘটনায় শনিবার দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসকরা। ফলে হাসপাতালটির জরুরি বিভাগসহ সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগি ও তাদের স্বজনরা।

এই বিপত্তির মাঝে হাসপাতালে দুই গোষ্ঠী সংঘর্ষের রেশ ধরে সশস্ত্র হামলা অরাজক পরিস্থিতি আরও প্রকট করেছে। দুটি ঘটনার রেশ ধরে এবার চিককিৎসকরা দেশ জুড়ে কর্মবিরতি শুরু করলেন। জরুরি সেবা অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জমান।