ভাইরাল দাবি: মোদী হত্যার ষড়যন্ত্রী CIA ও ISI এজেন্টের মুত্যু ঢাকার হোটেলে, জানুন সত্যি

CIA ISI agent death Dhaka PM Modi conspiracy claim fact check

ঢাকা/কলকাতা, ২৪ অক্টোবর: সোশ্যাল মিডিয়ায় একটি বড় দাবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, ঢাকার একটি হোটেলে রহস্যজনকভাবে মারা গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর এজেন্ট টেরেন্স আরভেল জ্যাকসন। এর কিছুদিন পর নাকি ঢাকারই শেরাটন হোটেলে মৃত অবস্থায় পাওয়া গেছে পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ISI-এর এক সিনিয়র এজেন্টকে। ভাইরাল পোস্টে এমনও দাবি করা হচ্ছে যে, দু’জন নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার একটি ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

Advertisements

কিন্তু এই দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, কারণ এখনও পর্যন্ত এই খবর কোনো সরকারি সূত্র বা বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিশ্চিত হয়নি।

দাবির উৎস

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক পোস্টে দাবি করা হয়েছে:

  • ঢাকা শহরের হোটেলে CIA এজেন্টের রহস্যজনক মৃত্যু।
  • কয়েকদিনের মধ্যে শেরাটন হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় এক ISI এজেন্ট।
  • দু’জনই নাকি এক ষড়যন্ত্রে জড়িত ছিলেন, যার লক্ষ্য ছিল ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা।
  • এই খবরকে “Big Breaking” ট্যাগ দিয়ে অনেকে শেয়ার করছেন।

যাচাইয়ে কী পাওয়া গেল?

  • বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যম যেমন Daily Star, Prothom Alo, Dhaka Tribune—এগুলিতে এমন কোনো রিপোর্ট নেই।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বা CIA-এর পক্ষ থেকেও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
  • পাকিস্তানের ISI বা সরকারি প্রশাসনও এ বিষয়ে কিছু জানায়নি।
  • ভারতীয় সংবাদমাধ্যম, বিশেষ করে বড় নিউজ এজেন্সি ANI, PTI বা Doordarshan-ও এমন কোনো খবর দেয়নি।
  • অর্থাৎ এই মুহূর্তে দাবি সম্পূর্ণরূপে অযাচাই (unverified claim)।

কেন ভুয়ো খবর ছড়ায়?

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের খবর প্রায়ই রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তৈরি করা হয়। আন্তর্জাতিক সম্পর্কের জটিলতাকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হয়। পাঠকদের তাই বাড়তি সতর্ক থাকতে হবে।

Advertisements
পাঠকের জন্য সতর্কবার্তা
    • সোশ্যাল মিডিয়ায় যেকোনো খবর দেখেই শেয়ার করবেন না।
    • সরকারি বিবৃতি বা বিশ্বস্ত সংবাদমাধ্যম ছাড়া এমন সংবেদনশীল তথ্যকে সত্য বলে বিশ্বাস করা ঠিক নয়।
    • এই ধরনের ভাইরাল দাবিকে আপাতত গুজব হিসেবে দেখা উচিত।
    •  

ঢাকায় CIA ও ISI এজেন্টের মৃত্যুর ঘটনা এবং মোদী হত্যার ষড়যন্ত্র নিয়ে যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তার পক্ষে কোনো প্রমাণ নেই। এটি আপাতত একটি ভাইরাল দাবি মাত্র, যার সত্যতা এখনো প্রমাণিত হয়নি। পাঠকদের তাই সতর্ক থাকা এবং সরকারি সূত্রের উপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ।