রাষ্ট্রদ্রোহ মামলায় জেলেই থাকতে হবে বাংলাদেশের (Bangladesh) সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। তাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সংঘাত চলেছে।
বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন। (Chinmoy Krishna Das Sedition Case)
বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননায় অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ Chinmoy Krishna Das sedition case
গতবছর (২০২৪) বাংলাদেশে গণবিক্ষোভে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। সরকার পতনের পর গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে হিন্দুদের নিরাপত্তার দাবিতে জনসভা করেছিলেন চিন্ময়কৃষ্ণ। অভিযোগ, সেই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা রাখা হয়েছিল। ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। গতবছর ২৫ নভেম্বর বিকালে ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। আদালতে বিক্ষোভ দেখান চিন্ময়কৃষ্ণ অনুগামীরা। বিক্ষোভ থেকে হামলা ছড়িয়েছিল। সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে আদালতের সামনে কুপিয়ে খুন করা হয়।
চিন্ময়কৃষ্ণর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবাদে সামিল হয়। অভিযোগ চিন্ময়কৃষ্ণ ইসকন সংগঠনের হয়ে দেশবিরোধী গুপ্তচরবৃত্তি করেছেন। বিতর্কে জড়িয়ে ইসকন দাবি করে চিন্ময়কৃষ্ণকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশে বিপুল আর্থিক লেনদেনে অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ Chinmoy Krishna Das Sedition Case
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) ও চিন্ময় দাসের ২০৩টি ব্যাংক হিসাবে প্রায় ২৪০ কোটি টাকার সন্ধান পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে ইসকনের নামে ২০২টি অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা।
তদন্তে উঠে এসেছে, ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল। যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে।
গতবছর চিন্ময়কৃষ্ণকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া ঘিরে চট্টগ্রাম আদালতে তীব্র সংঘর্ষ ছড়িয়েছিল। অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকরা ও চিন্ময়কৃষ্ণের অনুগামীরা এই হামলা চালিয়েছিল। সেই রক্তাক্ত ঘটনার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) চিন্ময়কৃষ্ণর শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। আদালতের সামনে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা রক্ষী রাখা হয়।
Bangladesh: Bangladeshi monk Chinmoy Krishna Das remains in jail on sedition charges. Amid diplomatic tensions between Bangladesh and India, his bail plea has been denied. He is accused of disrespecting the national flag during a protest.